Trending

আপনিও কি র্যাগিংয়ের শিকার? মানসিকভাবে যন্ত্রণা পাচ্ছেন? বিগত কয়েকদিন ধরে সারা রাজ্যে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে এই র্যাগিং নিয়ে। কাঠগড়ায় দাঁড়িয়ে রাজ্য তথা দেশের সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই র্যাগিং নামক অসুখের করুণ পরিণতি। কিন্তু এই প্রথম নয় এবং শুধু এই বিশ্ববিদ্যালয়েই নয়। এর আগেও আরও বহু ছাত্রছাত্রী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই র্যাগিংয়ের শিকার হয়েছে। বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। বহুবার বহু অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কোন সমাধান হয় নি।
এই ভয়ঙ্কর র্যাগিং বন্ধ করতেই ২০২১ সালে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কঠোর নির্দেশিকা পাঠায় ইউজিসি। চার সদস্যের এক কমিটিও গঠিত হয়। এই র্যাগিং বন্ধ করতে ইউজিসি তে রয়েছে একাধিক গাইডলাইন। র্যাগিং এর শিকার হলে কিভাবে ইউজিসি র কাছে অভিযোগ জানাতে হবে সে ব্যাপারে ছাত্রছাত্রীদের বিস্তারিত ভাবে জেনে নেওয়া প্রয়োজন।
কোন ছাত্রছাত্রীর ওপর র্যাগিং হলে দিনের যে কোন সময় ফোন করা তা জানাতে পারবে ইউজিসির হেল্পলাইন নম্বর ১৮০০-১৮০-৫৫২২ তে। পড়ুয়ারা মোট ১২ টি ভাষায় অভিযোগ জানাতে পারবে। তাছাড়া ইউজিসি কে helpline@antiragging.in এই ইমেল অ্যাড্রেসে মেল করেও অভিযোগ করা যাবে। আবার অ্যান্টি র্যাগিং মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করেছে ইউজিসি যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ জমা পড়বে ইউজিসির অ্যান্টি র্যাগিং ওয়েবসাইট www.antiragging.in এ। এই অভিযোগ খতিয়ে দেখবে ইউজিসির কোঅরডিনেশন কমিটি এবং ইন্টারকাউন্সিল কমিটি। এই ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা দেখতেও পারবে যে তাদের অভিযোগের ভিত্তিতে কী কী নেওয়া হয়েছে বা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ