Daily
টানা বৃষ্টিতে জল থৈ থৈ অশোকনগর ওএনজিসির তেল শোধনাগারে। আমফানের সময় এই তেল শোধনাগারের বিভিন্ন অংশ চলে যায় জলের কবলে। দুর্বল নিকাশি ও স্থানীয় বিদ্যাধরী খালে জল ধারণ ক্ষমতা চলে যাওয়ায় অশোকনগরের এই চত্বর জুড়ে এখন শুধুই চলছে ভেলা।
স্থানীয় বাসিন্দা থেকে ওএনজিসি কারখানার কর্মচারীরা সবাই যাতায়াত করছেন ভেলায়। দেখুন সেই ছবি একেবারে বিজনেস প্রাইম নিউজের পর্দায়।
তেল শোধনাগারের বিভিন্ন অংশ জলের মহলে চলে যাওয়ায় কর্মীদের দুর্ভোগ বেড়ে গিয়েছে। কাজ হয়ে গেছে অনেকটাই নিয়ন্ত্রিত ।
স্থানীয় বাসিন্দা রাখালদের কথায়, এর আগেও আমফানের সময় এই কারখানার বেশিরভাগ অংশটায় ছিল জলের দখলে।
৭২ ঘন্টা পার হওয়ার পরও কারখানা থেকে জল তো নামেনি উল্টে স্থানীয় বাসিন্দারা ভেলায় চেপে জাল ধরে মাছ ধরছেন কারখানা আশেপাশের এলাকা থেকে।
অশোকনগরের এই তেলের কেন্দ্র ইতিমধ্যেই ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। অতীতে ঘুরে গিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরিকাঠামো যে এখনো সেই তিমিরেই রয়ে গিয়েছে তার প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক টানা বৃষ্টিতে। দেখুন সেই ছবি আরো একবার এক্সক্লুসিভলি বিজনেস ক্রাইম নিউজ এর ক্যামেরায়
অঙ্কিত মুখার্জী, অশোকনগর