Daily

সবই গ্রহের ফের। তবে অ্যাস্ট্রোলজি নয়,অ্যাস্ট্রোনমির কথা বলছি। আসলে, মহাকাশ বিজ্ঞানে কম বেশি আমাদের সকলেরই আগ্রহ রয়েছে। বলা ভালো, অন্য যেকোনো বিষয় থেকে এই বিষয়ে আগ্রহটা অনেক বেশি গাঢ়। ব্রহ্মাণ্ড নিয়ে কৌতূহল। আর কৌতূহল থেকে আবিষ্কার। বিজ্ঞানের জ্ঞান হওয়ার পর থেকে অন্তত এই পরম্পরাই চলে আসছে।
পৃথিবী তো রয়েছে? এলিয়েনের অস্তিত্বও কি আছে? থাকলে নিশ্চয়ই অন্য গ্রহে প্রাণের অস্তিত্বও রয়েছে। আপনার এই সমস্ত প্রশ্নের অক্ষরে অক্ষরে উত্তর না দিলেও, জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু তাঁদের নিরন্তর গবেষণার ফলে প্রায় কাছাকাছি একটা বিষয়ে পৌঁছেছেন।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বেঞ্জামিন পোপ এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরিতে থাকা তাঁর সহকর্মীরা মিলে খোঁজ পেয়েছেন নতুন নক্ষত্রের। যে নাকি রেডিও তরঙ্গ ছড়িয়ে দিচ্ছে। আর সেই রেডিও তরঙ্গের সিগন্যাল পাওয়া গিয়েছে সুদূর নেদারল্যান্ডসে অবস্থিত সবচেয়ে শক্তিশালী রেডিও অ্যান্টেনাতে। আর এই তরঙ্গের মাধ্যমে ওই নক্ষত্র তার আশেপাশে থাকা গ্রহ পরিবারের অস্তিত্বও জানান দিচ্ছে। একটা দুটো নয়। একেবারে ১৯ টি লাল বামন নক্ষত্রের থেকে এই সিগন্যাল আসছে বলে জানিয়েছেন তাঁরা। আর এদের মধ্যে চারটি নক্ষত্রকে তাদের আশেপাশের প্রদক্ষিণরত গ্রহের অবস্থানসহ ব্যাখ্যা করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, এই সমস্ত গ্রহের চৌম্বক ক্ষেত্র যখন সৌরঝড়ের মুখোমুখি হয়, ঠিক তখনই এরকম ধরনের রেডিও তরঙ্গের সৃষ্টি হয়। তবে, গ্রহরা শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠাবে, এটাই তো স্বাভাবিক। যে অস্বাভাবিক আর নতুন তথ্য পাওয়া গেলো এই গবেষণায়, সেটা হলো, আওয়ার সোলার সিস্টেমের বাইরেও রেডিও তরঙ্গের বিচ্ছুরণ ঘটে এবং তার মাধ্যমে নতুন গ্রহের অস্তিত্বও জানা যায়।
ব্যুরো রিপোর্ট