Market

বাঙালির রেডিও প্রীতি শুরু আকাশবাণী থেকে। সেই প্রেম এখনও অটুট। আর গোটা ভারতবর্ষেই রেডিও চালু করে রাখার অভ্যাসটা এখনও সমান জনপ্রিয়। অফিস যাওয়ার পথে হোক। বাড়িতে অফ টাইমে। সব জায়গাতেই সমান তালে রেডিওর সুর কানে ধাক্কা মারে। সত্যি বলতে, এই অভ্যাসকে মানুষ বর্জন করবেই বা কি করে?
একটা সময় ছিল যখন হাতে গোনা কয়েকটি স্টেশনই রেডিওয় চলত। কিন্তু সময় পেরিয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এসেছে বৈচিত্র্য। বিনোদনের বহু কিছু উপাদান ছড়ানো থাকলেও ছড়ি কিন্তু ঘোরাচ্ছে সেই রেডিও। এখন আবার বেড়েছে প্রতিযোগিতা। ফলে যত পেরিয়েছে দিন। ততই মানুষের কাছে এফএম চ্যানেলের জনপ্রিয়তা হু হু করে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে কেউ থেকেছে আগে। কেউ বা পড়েছে পিছিয়ে। রেডিও মিরচি, বিগ এফএম, ফ্রেন্ডসের মত এমন প্রথম সারির এফএম চ্যানেলগুলো সমান তালে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিনোদনের নানান বিষয়। আর প্রতিদিনের এই র্যাট রেসেও যে মানুষ তাদের গ্রহণ করেছে। সেটাই বা কম কথা কি? আর সেই ছবিরই সরাসরি প্রতিফলন ঘটল সম্প্রতি।
রেডিও মিরচি এমনই একটি এফএম চ্যানেল। যার জনপ্রিয়তা বাংলা থেকে বেঙ্গালুরু সর্বত্র। তার জন্য অবশ্য রেডিও মির্চিকে সর্বক্ষণ কড়া প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু যত যাই হোক। মানুষের কাছে রেডিও মিরচির আবেগ একটু অন্যরকম। তাই ভারতের মত বিশাল দেশে এই এফএম চ্যানেলটি যে কোনভাবেই পিছিয়ে পড়বে না সেটা নির্দ্বিধায় বলাই যায়। সম্প্রতি এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক লিমিটেড একটি তথ্য প্রকাশ করেছে যা হাসি চওড়া করেছে রেডিও মির্চির। যত বেড়েছে জনপ্রিয়তা। ততই বেড়েছে লাভের অঙ্ক। জানা গিয়েছে, গেল বছর ডিসেম্বর ত্রৈমাসিকে চ্যানেলের লাভ একধাক্কায় বেড়েছে ১৭ শতাংশ। ফলে ২০২১ এর শেষ ত্রৈমাসিকে রেডিও মির্চির লাভ হয়েছে ১১ কোটি টাকা।
তবে আমার, আপনার মত সাধারণ মানুষ চ্যানেলের লাভ জেনেই বা কি করব। আমাদের কাছে বিনোদনের প্ল্যাটফর্ম বলতে এখনও রেডিও থাকে অনেকটাই এগিয়ে। এফএম চ্যানেলের রমরমা বৃদ্ধি পাওয়ায় আমাদের আর কষ্ট করে বিনোদনের উৎস খুঁজতে হয় না। আমাদের কাজ শোনা। বিনোদনকে ভালোভাবে গ্রহণ করা। আমরাও সেটাই করছি। রেডিও মিরচি আমাদের বিনোদনের হরেক কিসিম পৌঁছে দিচ্ছে ভালোভাবেই। তার জন্যই গোটা ভারতে রেডিও মিরচির জয়জয়কার। তাই আমরাও চাই বিনোদনের জন্য সবসময় নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের উপরেই ভরসা রাখবেন না। শুধু এফএম চ্যানেল পালটিয়ে শুনে নিন রেডিও মিরচি। আর শেষে একটা কথা বলি। রেডিও মিরচি যেমন শুনছেন। তেমনি দেখার দিকেও নজর দিন। তাই রেডিওর পাশাপাশি আপনাদের নজরও থাকুক বিজনেস প্রাইম নিউজের পর্দায়। বিশ্বাস করুন। আপনারা কিন্তু বোর হবেন না। ভালো থাকুন। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।