Daily

যারা জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা স্বীকার করে না, যারা ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি-জাদুঘর, সেই হেফাজতকে শক্তহাতে মোকাবেলা করা হবে। মুজিবনগর দিবসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী মোজাম্মেল হক। তার ঠিক দু’দিনের মাথায় ধর্মীয় মৌলবাদী সংগঠন হেফাজতের নেতা মামুনুল হককে গ্রেফতার করে আদালতে তোলে হাসিনা সরকার।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের মুখ বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রতিবছর ১৭ এপ্রিল পালন করা হয় মুজিবনগর দিবস। অন্যান্য বছর এই দিনটি জাঁকজমক করে পালন করা হলেও কোভিডের ধাক্কায় এই বছর উধাও জমক। ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে ছোট করেই পালন করা হল এই বছর।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এইদিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলায় প্রথম সরকার গঠন করে স্বাধীন বাংলাদেশ। তাই ১৭ এপ্রিলের গুরুত্ব বাংলাদেশবাসীর কাছে অনেকটাই। অনুষ্ঠান ছোট করে হলেও উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। ঐদিন ভোরবেলায় দিবসের সূচনা করা হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। মুজিবনগর স্মৃতিসৌধে ফুল, মালা দিয়ে অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মুরাদ আলি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধানিবেদন হল এভাবেই।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্যপক অরাজকতা চালিয়েছিল হেফাজত। পুলিশি আক্রমণ ছাড়াও সম্পদের ব্যপক ক্ষয়ক্ষতি করে তারা। তারপরেই কঠোর পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ সরকার। আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজতে দিয়েছে। কঠোর নিরাপত্তায় আদালত থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে মামুনুলকে।
ঋদি হক, ঢাকা