Daily

তখনও রবীন্দ্রনাথের জন্ম হয়নি। তখনও পর্যন্ত বিশ্বের উচ্চতম শৃঙ্গ ‘কাং চেং জেং গা’ বা কাঞ্চনজঙ্ঘা। যদিও তৎকালীন সার্ভেয়র জেনারেল অ্যান্ড্রু ওয়া মনে করতেন কাঞ্চনজঙ্ঘার চেয়েও উচ্চতম পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতমালায় নিশ্চয়ই আছে। কিন্তু কে করবে সেই পরিমাপ? তার জন্য গণিতে অসাধারণ পান্ডিত্য না থাকলে তো চলবে না।
এমনই একটি সময়ে অ্যান্ড্রু ওয়ার অফিসে এলেন বছর চল্লিশের কর্মচারী, গণিতে অসাধারণ পান্ডিত্যের অধিকারী রাধানাথ শিকদার। রাধানাথের গাণিতিক পান্ডিত্যকে সমীহ করতেন ব্রিটিশ সাহেবরা। ভরসা রাখা হল তাঁর ওপরেই। ১৮৫২ সালে শুরু হল নিখুঁত পরিমাপ করার কাজ। তিনি জানালেন Pick XV হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। ১৮৫৬ সালে নেটিভ রাধানাথের গণনাকে স্বীকৃতি দেওয়া হল এবং ১৮৬০ সালে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে এই শৃঙ্গকে সর্বোচ্চের শিরোপা দিল। কিন্তু সমস্যা তৈরি হল নামকরণ নিয়ে।
অ্যান্ড্রু ওয়ার আগে সার্ভেয়র জেনারেলের পদে ছিলেন জর্জ এভারেস্ট। প্রাক্তন বসের নামই সুপারিশ করলেন রাধানাথ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল মাউন্ট এভারেস্ট।
১৭ই মে ১৮৭০ সালে নীরবে চলে গেলেন এভারেস্ট আবিষ্কারক রাধানাথ শিকদার। আজ রাধানাথ শিকদার একজন বিস্মৃত বাঙালি। কিন্তু বিজনেস প্রাইম নিউজ তাঁকে ভুলে যায়নি। মৃত্যুদিনে তাঁকে জানান হল সশ্রদ্ধ প্রণাম।
ব্যুরো রিপোর্ট