Trending
দিদি নং ১ এর সৌজন্যে আজ তাঁর জনপ্রিয়তায় খামতি নেই। বাংলা, ওড়িয়ায় চুটিয়ে অভিনয় করেছেন, অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও। আজ তিনি হুগলির তৃণমূল প্রার্থী, প্রতিদ্বন্দ্বী তাঁর সতীর্থ লকেট। সেই রচনার ভাগ্য পরীক্ষা হবে। তাই জমা দিয়েছেন হলফনামা। আর সেই হলফনামা মোতাবেক কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে রচনার। কত সেটাই বলব আজকের প্রতিবেদনে।
হলফনামা মোতাবেক যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের আয় ২০১৮-১৯ অর্থবর্ষে ছিল ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ১৪০ টাকা, সেখানে ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় দাঁড়িয়ে রয়েছে ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ০৮০ টাকা। স্বামী প্রবাল বসু ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ২ লাখ ৩৯ হাজার ২৪০ টাকা। হলফনামা জমা দেবার সময় পর্যন্ত রচনার হাতে ছিল দেড় লাখ টাকা এবং স্বামীর হাতে রয়েছে ৫০ হাজার টাকা। এবার বলি, হলফনামা মোতাবেক রচনার গয়না রয়েছে মোট ৯৫৫ গ্রাম। এর মধ্যে রয়েছে সোনা এবং রুপোর গয়না। এই গয়নার মোট মূল্য ৪৭ লক্ষ ৯২ হাজার ০৪৪ টাকা। আর স্বামীর কাছে থাকা সোনা এবং রুপোর গয়নার মোট মূল্য ৪ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।
সবমিলিয়ে দেখা যাচ্ছে, রচনার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার টাকা মত। স্বামীর অস্থাবর সম্পদের পরিমাণ ৬৭ লাখ ২২ হাজার ৫২২ টাকা। এছাড়া স্থাবর সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকা। রচনার স্বামীর স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯ লক্ষ ১৫ হাজার টাকা মত। এছাড়া বলা হচ্ছে, রচনা ২০১৯ সালে তিনি একটি গাড়ি কিনেছিলেন। বাজারমূল্য ৮ লাখ ৬৩ হাজার আর ২০২২ সালে তিনি একটি গাড়ি কেনেন যার মূল্য ১১ লাখ ১৯ হাজার টাকা মত।
এবার আসি রচনা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতায়। রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তাঁর পড়াশুনো কলকাতার ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ