Prime
Daily
রাজকীয় কায়দায় তলোয়ার দিয়ে কেক কাটলেন রানী এলিজাবেথ
By Business Prime News | June 14, 2021
Daily
ছুরি দিয়ে কেক তো কাটেন সকলেই। তবে তলোয়ার দিয়ে কেক কাটার কথা শুনেছেন কি? শুধু শুনবেনই না দেখবেনও। কারণ ভিডিও তো ভাইরাল। রাজকীয় ব্যাপার বলে কথা, তাই তলোয়ার দিয়ে কেক কাটা যেতেই পারে।
জি-৭ এর সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের কর্নওয়ালের আয়োজনে আচার-অনুষ্ঠানে ব্যবহৃত একটি তলোয়ার দিয়ে কেক কাটলেন রানি এলিজাবেথ। প্রিন্স অব ওয়েলস অ্যান্ড ডাচেস অব কর্নওয়ালের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় সেই ভিডিও। অ্যাকাউন্টের এক পোস্টে লেখা হয়েছে “রানির প্লাটিনামজয়ন্তীর অংশ হিসেবে বিগ জুবিলি লাঞ্চও হবে,”।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ভিডিওতে অনুষ্ঠানে কেক কাটতে ছুরির প্রসঙ্গ এলে ৯৫ বছর বয়সী ব্রিটিশ রানিকে বলতে শোনা যায়, “আমি জানি এখানে…এটি এমন একটা কিছু যা আরও অস্বাভাবিক।” তলোয়ার দিয়ে কেক কাটার ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
ব্যুরো রিপোর্ট