Daily
লক্ষ্য যখন স্বনির্ভরতার, তখন তুলনায় অনেকটাই এগিয়ে উত্তর দিনাজপুর জেলা। গোটা দেশ যখন ঢেকেছে বেকারত্বের কালো মেঘে, তখন অন্যান্য মানুষজনকে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন উত্তর দিনাজপুরের মানুষজন। এই যেমন উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সুভান্দিগছের দেবাশিষ খাঁ। শুনে নিন এক বেকার যুবকের স্বনির্ভর হওয়ার গল্প দেবাশিষ বাবুর মুখ থেকেই।
স্বল্প পুঁজি, আর হার না মানার মত মনবল নিয়ে শুরু হয় লড়াইটা, আজ থেকে প্রায় ৬ মাস আগে। নিজের বাড়ির মধ্যেই একফালি জমিতে কোয়েল পাখি এবং টার্কির ফার্ম খুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন দেবাশীষ বাবু। মাত্র কয়েকদিনের ব্যবধানেই কোয়েল পাখির দিম থেকে যথেষ্ট লাভবান হয়েছেন তিনি। নিজের ঘরে কোয়েল পাখির ডিম ফোটানোর মেশিনও রেখেছেন তিনি।
ইদানিং বাজারে কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক। অন্যদিকে বিশেষত, খ্রিষ্টান কমিউনিটির মধ্যে টার্কির মাংসেরও একটা ভালোরকম চাহিদা রয়েছে। আর এই সবটা মিলিয়ে দেবাশীষ বাবুর দিনশেষে আয়টাও কিন্তু কম নয়।
দেবাশিষ বাবুর খামার পরিদর্শন করতে এসে খুশি এলাকার বিডিও নিজেও। দেবাশিষ খাঁ-র যেকোনো রকম প্রয়জনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
প্রথাগত খামার তৈরি করা বাদেও এইভাবে একটা অন্যরকম খামার তৈরি করে ভীষণ খুশি দেবাশিষ বাবু নিজেও। উপরন্তু রাজ্যে চাকরির এই খরা মরশুমে বেকার যুবকদের এই খামার ব্যবসায় এগিয়ে আসার জন্য এবং স্বনির্ভর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ব্যবসা শুরু করার জন্য যাবতীয় সাহায্য করবেন বলেও জানান এই খামার মালিক।
যদিও তার ফার্মের এই মাংস বা ডিম আপাতত আসেপাশের বাজারেই যাচ্ছে। তবে ভবিষ্যতে এই পরিকল্পনার পরিসর আরও বাড়ানোর ইচ্ছে আছে বলেই জানালেন দেবাশিষ বাবু।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর