Trending
রাত পোহালেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে এবারের বিশ্বকাপে। একইসঙ্গে উন্মাদনা ছড়াবে গোটা ভারতে। বিশ্বকাপের যুদ্ধ দেখতে টিভি পর্দায় চোখ আটকাবে ভারত সহ বিশ্ববাসীর। মেসি নাকি রোনালদো নাকি নেইমার, পছন্দের তারকার পারফরম্যান্স কেমন হবে, কে করবে বিশ্বজয়- তাই নিয়ে চড়বে উত্তেজনার পারদ। কিন্তু তারই আগে ছোট্ট একটা ইনফরমেশন। যেহেতু ফুটবল বিশ্বকাপ মানেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, সুতরাং বিশ্বকাপের পুরস্কার মূল্যও যে বেশ গ্র্যান্ড হবে, সে আর নতুন কি? আসুন আজ জেনে নেব, ফুটবল বিশ্বকাপে ফিফার ঘোষণা করা পুরস্কারের মূল্য কত।
এতদিনে আমরা সবাই জেনে গিয়েছি যে, এবারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে কাতারে। তার জন্য এখন সাজো সাজো রব। প্রতিটি দেশের খেলোয়াড়রা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাদের প্রস্তুতি পর্ব। এবারের বিশ্বকাপ যে ব্যপক কিছু হতে চলেছে, সেটা আন্দাজ করেছিল ফিফা। তাই একধাক্কায় বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। এবারে ফিফার তরফ থেকে মোট পুরস্কার মূল্য হিসেবে রাখা হয়েছে ৪৪ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫৭৩ কোটি টাকা। জানা গিয়েছে, গেল বিশ্বকাপ মানে ২০১৮-র বিশ্বকাপের পুরস্কার মূল্যের থেকে প্রায় ৪ কোটি ডলার বেশি। ফিফার তরফ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দলকেই দেওয়া হবে কিছু না কিছু পুরস্কার মূল্য।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে যারা বেরিয়ে যাবে তাদের দেওয়া হবে ৯০ লক্ষ ডলার। ভারতীয় টাকায় যা ৭৪ কোটি টাকার সমান।
প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছনো দল পুরস্কার বাবদ পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা মতন।
শেষ আটে পৌঁছনো দলগুলিকে ফিফা পুরস্কার মূল্য হিসেবে দেবে ১ কোটি ৭০ লক্ষ ডলার বা ১৩৮ কোটি টাকা।
যে দল ফোর্থ পজিশনে পৌঁছবে, সেই দল পাবে ২০৪ কোটি টাকা মতন।
তৃতীয় স্থানাধিকারী দলকে ফিফা পুরস্কার মূল্য বাবদ দেবে ২ কোটি ৭০ লক্ষ ডলার বা ২২০ কোটি টাকা।
যে দল রানার্স আপ হবে, সেই দলকে দেওয়া হবে ২৪৫ কোটি টাকা
আর বিশ্বকাপজয়ী দল পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৩৪৪ কোটি টাকা।
২০১৮ সালে বিশ্বজয়ী ফ্রান্স পুরস্কার মূল্য হিসেবে পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। এই অঙ্কটা দেখে পরিষ্কার যে, প্রতিটি বিশ্বকাপেই পুরস্কারমূল্য বাড়িয়ে চলেছে ফিফা। এছাড়াও সেরা ফুটবলার, সেরা গোলকিপার এবং হায়েস্ট স্কোরারের ভাগ্যে রয়েছে আলাদা পুরস্কার। আজ বিশ্বকাপ যেমন একদিক থেকে ফুটবলপ্রেমীদের জন্য সেরা যুদ্ধ হয়ে উঠেছে, তেমনি একটি বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে কোটি কোটি টাকার ব্যবসা। ১৯৮২ সালে মানে ৪০ বছর আগে ফিফা বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য রেখেছিল ১৬ কোটির একটু বেশি। সুতরাং বছর যত গড়িয়েছে, পুরস্কার মূল্যও ততই বেড়েছে। একইসঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এবং উত্তেজনার পারদ উঠেছে আরও অনেকটাই। আপনার পছন্দের টিম কোনটা? পছন্দের প্লেয়ারই বা কে?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ