Trending
চলতি বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ কমার নয়। এবারের বিশ্বকাপ যেন সবদিক থেকেই আগ্রহ তৈরি করেছে বিশ্বব্যাপী। মেসি-নেইমার-রোনাল্ডোর ম্যাজিক দেখার জন্য কাতারের স্টেডিয়ামে উপচে পড়ছে ভিড়। বিশ্বকাপ আয়োজন করে কাতার দেখিয়ে দিয়েছে কাকে বলে কাতার ম্যাজিক। তার জন্য কাতারের কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার। তাই এবারের বিশ্বকাপে চমক যে থাকবেই, সে আর নতুন কি? কিন্তু তাই বলে এবারের বিশ্বকাপে আলোচনার বিষয় হয়ে উঠেছে ম্যাচ রেফারিদের ঘড়ি! হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাতার ফুটবল বিশ্বকাপে নয়া চমক দেখাচ্ছে এই ঘড়ি। শুধু সময় নয়। এই ঘড়িতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। আর যে কারণে ঘড়ির দাম শুনলে চমকে যেতে পারেন যে কেউ। আসুন, আজকের প্রতিবেদনে তুলে ধরব সেই অত্যাধুনিক ঘড়ির কথাই।
সুইস সংস্থা হাবলট বহুদিন ধরেই ফুটবল বিশ্বকাপে ম্যাচ রেফারিদের জন্য ঘড়ি তৈরির বরাত পেয়ে আসছে। এবারেও তার অন্যথা হয়নি। কিন্তু অন্যান্যবারের চেয়েও এই বছরে ম্যাচ রেফারিদের ঘড়ি নিয়ে আগ্রহ ছড়িয়েছে সকলের মধ্যে। জানা যাচ্ছে, সুইস সংস্থা হাবলট যে ঘড়িটি তৈরি করেছে, সেই ঘড়িতে রয়েছে ৪৪ মিমি ডায়াল। কালো সেরামিক এবং কালো টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে এই ঘড়ির ডায়ালে। সঙ্গে ঘড়ির স্ট্র্যাপে ব্যবহার করা হয়েছে কাতারের পতাকা। দাঁড়ান, দাঁড়ান। এখানেই শেষ নয়। ঘড়ির সঙ্গে লাগানো রয়েছে একটি চিপ। এই চিপের মাধ্যমেই ম্যাচ চলাকালীন মাঠের রেফারিরা টানা যোগাযোগ রাখতে পারবেন ম্যাচের বাইরের অফিশিয়ালদের সঙ্গে। এমনকি অফসাইড, গোললাইন সংক্রান্ত যাবতীয় বিভ্রাটের সমস্যা তৈরি হলে সেই ঘড়ি ভাইব্রেট করে সতর্ক করবে ম্যাচ রেফারিদের। কিন্তু জানেন কি, এত এত প্রযুক্তি দেওয়ার কারণে একেকটি ঘড়ির মূল্য কোথায় পৌঁছতে পারে? জানা গিয়েছে, সুইজারল্যান্ডের সংস্থা হাবলটের তৈরি এই একেকটি ঘড়ির দাম পৌঁছে গিয়েছে প্রায় ৫ হাজার ৪৮০ ডলারে। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
হাবলট এবারের বিশ্বকাপের জন্য এমন ঘড়ি তৈরি করেছে ১ হাজারটি মতন। তার কারণ অবশ্যই শুধু ম্যাচ রেফারিদের জন্যই নয়। এই ঘড়ি দেওয়া হচ্ছে কাতারে বিশ্বকাপ দেখতে আসা ভিভিআইপিদের জন্য। এবারের বিশ্বকাপে ম্যাচ পরিচালকের সংখ্যা ১২৯ জন মতন। এদের মধ্যে রেফারির সংখ্যা ৩৬, অ্যাসিস্ট্যান্ট রেফারির সংখ্যা ৬৯ এবং ভার রেফারির সংখ্যা ২৪ জন মতন। সত্যি বলতে, ফুটবল ময়দানে অনেক সময়ই রেফারিদের ভুলভ্রান্তি নজরে চলে আসে। ফলে নষ্ট হয় সময়। তাই এবারে আর ভুলভ্রান্তির জায়গা তৈরি হওয়ার সুযোগ অন্তত ম্যাচ রেফারিদের জন্য রইল না। সুইস সংস্থা হাবলটের ঘড়ি ম্যাচ রেফারিদের মুশকিল আসান করে দিল অনেকটা। তবে, একটা কথা এই ঘড়ি কিন্তু বাজারে টাকা দিয়েও মিলবে না বলে জানা গিয়েছে। সত্যিই অবাক হতে হয়। আর এমনই অজানা ইন্টারেস্টিং গ্যাজেট সংক্রান্ত খবরের হদিশ পেতে চাইলে কাজ ফেলে রাখবেন না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ