Daily

কলেজ হোস্টেলের পিছনেই পাইথন। লম্বাতেও প্রায় ১৪ ফুট। আর সেই ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছ বাঁকুড়ার বিষ্ণুপুর থানার রাধানগর রেঞ্জের ভড়া গ্রামে।
গতকাল রাতে ভড়া গ্রামের কলেজ হোস্টেলের পিছনেই একটি পাইথন সাপকে দেখতে পাওয়া যায়। লম্বায় প্রায় ১৩-১৪ ফুট। বিশালাকারের পাইথনটি গ্রামে ঢোকার চেষ্টা করছিল। তখনই গ্রামবাসীদের চোখে পড়ে পাইথনটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় রাধানগর রেঞ্জ অফিসে। শুক্রবার রাতেই বনদফতরের আধিকারিক এবং কর্মীরা খাঁচা নিয়ে এসে পাইথনটিকে উদ্ধার করে। তারপর গভীর জঙ্গলে ছেড়ে দেয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানেই জঙ্গল ছেড়ে এলাকায় ঢুকে পড়ে পাইথনটি।
আব্দুল হাই, বাঁকুড়া