Jobs

বিপুল কর্মী নিয়োগের পথে পিডব্লিউসি। আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এই বহুজাতিক সংস্থাটি। এছাড়াও ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানা গিয়েছে। আর এই নিয়োগ এবং বিনিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটাই পিডব্লিউসি করবে নিজেদের গ্রোথ স্ট্র্যাটেজি বজায় রেখে।
সংস্থা সূত্রে খবর, ব্যবসাকে আরও দীর্ঘ, প্রসারিত করার জন্য একই সঙ্গে ক্লায়েন্টের অগ্রাধিকার মাথায় রেখেই পিডব্লিউসি এত বড় অঙ্কের বিনিয়োগের কথা ভেবেছে। একইসঙ্গে তারা জানিয়েছে, অতিমারি পরিস্থিতির পরে একদিকে যখন সংকোচনের প্রভাবই সবজায়গায় লক্ষ্য করা যাচ্ছে, তখন অন্যদিকে আগামী পাঁচ বছরের মধ্যে নিজেদের সম্প্রসারিত করার ব্লু প্রিন্ট তৈরি করে রাখল পিডব্লিউসি।
ব্যুরো রিপোর্ট