Trending
এবার চিন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
এদিকে জি-২০তে তাঁর অনুপস্থিতি ছিল চর্চার বিষয়
ভারতকে এড়িয়ে যাবার চেষ্টা নাকি আমেরিকা, ইউরোপকে টেক্কা?
অবশ্য পুরনো বন্ধুকে ভুলতে পারে নি রাশিয়া
না-এলেও মোদীর সঙ্গে দীর্ঘ ফোনালাপ সেরেছিলেন পুতিন
জি-২০তে উপস্থিত ছিলেন রাশিয়া নেতৃত্বের অন্যতম মুখ
বিদেশমন্ত্রী সারজেই লাভরভ
মোদীর সঙ্গে হাস্যরত লাভরভের একটি ছবিও ভাইরাল হয়
নেটিজেনদের বক্তব্য, এভাবেই কূটনৈতিক চালে ধরাশায়ী ইউক্রেন
ভারতের মাস্টারস্ট্রোকে খুশি রাশিয়া
যদিও ভারতের প্ল্যান ধরতে পারে নি ইউরোপ, আমেরিকা
সত্যি কি তাই?
পুতিন অবশ্য জনসমক্ষে একাধিকবার ভারতের প্রশংসা করেছেন
ভারতের ডিপ্লোম্যাসির উদাহরণ টেনেছেন
তারপরেও যেন চিনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আরও গভীর হচ্ছে
এই বছর মার্চে মস্কো ঘুরে গেছিলেন শি জিনপিং
তারপরেই পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ফৌজদারি আদালত
ব্রিকস সম্মেলনে এই কারণে উপস্থিত থাকতে পারেন নি পুতিন
অনুপস্থিত থেকে গেলেন ভারতের প্রেসিডেন্সিতে অনুষ্ঠিত জি-২০ বৈঠকে
এবার চিন সফর করবেন রাশিয়ার কর্তা
মনে করা হচ্ছে, সামরিক খাত নিয়ে দুর্দান্ত কিছু সমঝোতা হবে
পশ্চিমি দেশ এবং আমেরিকার বিরুদ্ধে ডোন্ট কেয়ার মনোভাব পুতিনের
রক্তচক্ষুর তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক করে রাশিয়া
কিম জং উনের সঙ্গে পুতিনের বৈঠক ব্লাড প্রেশার বাড়িয়েছিল আমেরিকার
আতঙ্কার প্রহর গোনা শুরু করে পশ্চিমি দেশগুলো
তারপরেও কার্যত থেমে নেই পুতিনের অ্যাগ্রেসিভ মানসিকতা
ভারত পাশে আছে সেটা বিশ্বাস করেন পুতিন
বাণিজ্য ঘাটতি যাতে না হয় তার জন্য ভারত থাকছেই
সামরিক খাতে শূন্যতা পূরণ করতে চিনের থাকাটা মাস্ট
আর সেই কারণে বেজিং সফর করছেন পুতিন?
এই বিষয়ে অবশ্য রাশিয়ার বক্তব্য একেবারে পরিষ্কার
আমেরিকাকে সবক শেখাতে গেলে একজোট হওয়া প্রয়োজন
তাই রাশিয়া এবং চিনকে একজোট হতেই হবে
এই তথ্য সামনে এনেছেন নিকোলাই পাত্রুসেভ
রাশিয়ার এহেন আচরণে মোটেই বিরক্ত নয় ভারত
বিপদের সময় যে রাশিয়াই পাশে দাঁড়িয়েছিল
এখন সময় তাহলে ভারতের?
মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে দেখুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ