Daily

ভাইরাসের সঙ্গে যেমন যুদ্ধে নেমেছেন সাধারণ মানুষ তেমনই ফ্রন্টলাইন ওয়ার্কার্সরাও। চিকিৎসক থেকে নার্স সহ হাসপাতালের কর্মীরা জীবন বাজি রেখে একভাবে লড়াই করে চলেছেন করোনার সঙ্গে। তার ফলে আক্রান্ত হচ্ছেন তাঁরাও। এবার সেই ছবিই ধরা পড়ল পুরুলিয়া জেলার ঝাড়খন্ড লাগোয়া ঝালদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রের দু’জন চিকিৎসক, পাঁচজন নার্স, দু’জন চতুর্থ শ্রেণীর কর্মী সহ একজন সাফাইকর্মী ইতিমধ্যেই পড়েছেন ভাইরাসের কবলে। সূত্রের খবর, ঐ স্বাস্থ্যকেন্দ্রের আরও বেশ কয়েকজন কর্মীর মধ্যে এই উপসর্গ লক্ষ্য করা গেছে। তারই জেরে মঙ্গলবার থেকে বন্ধ হল ইনডোর পরিষেবা।
এদিকে পুরুলিয়াতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে পুরুলিয়া শহর থেকে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৩৯ এবং ঝালদা ১ নং ব্লকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩। স্বাভাবিকভাবেই ইনডোর পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কে ব্লকের সাধারণ মানুষ।
জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া