Daily

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয় পুনিয়ার। ব্রোঞ্জজয়ী কুস্তিগীর বজরং পুনিয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন ব্রোঞ্জ জয়ীকে। মুখ্যমন্ত্রী লেখেন , ‘অলিম্পিক ২০২০ তে ব্রোঞ্জ পদক জেতার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতিও।
প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে কুস্তিতে ভারতকে বিশ্বের শিখরে পৌছে দিলেন বজরং পুনিয়া। যদিও এমন আবেগ আর প্রত্যাশা আগে থেকেই ছিল। আর সেই প্রত্যেক ভারতবাসীর মাথা উঁচু করে সবার স্বপ্নপূরণ করলেন ভারতীয় কুস্তিগীর। ব্রোঞ্জ মেডেল জয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর , দৌলত নিয়াজবেকভকে হারিয়ে বিজয়ী বজরং পুনিয়া। উল্লেখ্য, প্রথম রাউন্ড থেকেই এদিন জয়ের জন্য বদ্ধপরিকর ছিলেন বজরং। প্রথম পিরিয়ডে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে সংগ্রহ করেন আরও ৬ পয়েন্ট। ৮-০ ব্যবধানে বাউট জিতে দেশকে ষষ্ঠ পদক এনে দিলেন বজরং পুনিয়া। উল্লেখ্য, ২০১৮ সালে কমনওয়েলথে সোনা জিতেছিলেন তিনি। সেই বছর এশিয়ান গেমসেও সোনা জয়ী হন তিনি । আর এবার অলিম্পিকে পদক জিতে ভারতের মুকুটে পেখম লাগালেন বজরং পুনিয়া।
ব্যুরো রিপোর্ট।