Market
মুম্বই ভিত্তিক ফিনান্স সংস্থা ম্যাগমা ফিনকর্প লিমিটেডের চেয়ারম্যান হতে চলেছেন সেরাম ইন্সটিটিউটের প্রধান কার্যনির্বাহী কর্তা আদর পুনাওয়ালা। সোমবার ঐ ফিনান্স সংস্থার পক্ষ থেকে পুনাওয়ালার যোগদান সম্পর্কে জানান হয়।
এছাড়াও সংস্থাটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করেছে অভয় ভুতাডাকে। একই সঙ্গে বিজয় দেশওয়ালকে ম্যাগমা ফিনকর্পের প্রধান কার্যনির্বাহী কর্তা হিসেবে নিয়োগ করতে চলেছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। উল্লেখ্য, দেশওয়াল নিজেও আইসিআইসিআই ব্যাঙ্কের বিজনেস হেড।
সংস্থার দাবি, অভিজ্ঞ এবং কর্মদক্ষ মানুষদের সংস্থার ওপরের সারিতে বসিয়ে প্রতিদ্বন্দ্বিতার বাজারে দাঁড়াতে চাইছে তারা। ২০২১-২২ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে তাঁরা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়বেন। ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটাও অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। তাই আশা করাই যায়, এর ফলে সংস্থার একেবারে ওপরের সারির কর্মকর্তাদের দূরদৃষ্টি ব্যবসাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।
গত মার্চে ম্যাগমাকে ব্যবসায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয়। ক্ষতির অঙ্ক পৌঁছয় ৬২৫.৯ কোটি টাকায়। এখন আশা করা হচ্ছে, সেরাম ইন্সটিটিউটের প্রধান কার্যনির্বাহী কর্তা আদর পুনাওয়ালা আবারও ম্যাগমাকে ফিরিয়ে আনবেন সংস্থাকে লাভের মুখ দেখিয়ে।
ব্যুরো রিপোর্ট