Market

ফ্লিপকার্টের হাত ধরছে পুমা। লক্ষ্য স্পোর্টস বাজারে নিজেদের ব্যবসাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়া। আর এই দুই সংস্থার সম্মিলিত উদ্যোগের জন্য খুব শীঘ্রই বাজারে আসছে ‘1DER by PUMA’। সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট এবং পুমার বিভিন্ন স্টোরে পাওয়া যাবে এই নয়া ব্র্যান্ডের সকল কালেকশন। তবে গ্রাহককে এই নয়া ব্র্যান্ড পেতে গেলে যেতে হবে পুমার ওয়েবসাইটে।
১,৯৯৯ টাকা থেকে ৪,৯৯৯ টাকা পর্যন্ত রাখা হবে ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের দাম। মূলত স্বাস্থ্য সচেতন চাকুরিজীবী এবং কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। পুমার পক্ষ থেকে বলা হয়েছে, অতিমারিতে এমনিই বহু মানুষ কাজ করছেন বাড়ি থেকে। এই সময় তাঁরা স্বাস্থ্যের দিকেও যথেষ্ট সচেতন হয়ে পড়েছেন। আর তাই অ্যাথলেইসার ফ্যাশনের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সংস্থার সম্মিলিত প্রচেষ্টায়।
এদিকে সামনেই পুজো। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে ইতিমধ্যেই দেশজুড়ে গ্রাহকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। এই সময় ফ্লিপকার্টের ব্যবসাও ওঠে তুঙ্গে। সেই কথা মাথায় রেখেই ফ্লিপকার্ট পুজোর মুখে এই নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছে। তারা আশাবাদী, পুমার সঙ্গে যৌথ উদ্যোগ দেশজুড়ে ক্রেতাদের মধ্যে ভালোরকম চাহিদা তৈরি করবে। ফ্লিপকার্টের পাশাপাশি, পুমার ব্যবসাও অনেকটাই বাড়বে পুজোর মুখে।
ব্যুরো রিপোর্ট