Daily

উত্তপ্ত আফগানিস্তান। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই বেড়েছে তালিবানদের দাপট। চলছে জঙ্গি এবং সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় লড়াই। যে সংঘর্ষের ছবি তুলতে প্রাণের মায়া সরিয়ে রেখে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। কিন্তু কাজ শেষ করতে পারলেন না। চিরকালের মত থেমে গেল তাঁর ক্যামেরার শাটার। সংঘর্ষের মধ্যে প্রাণ হারালেন তিনি। আজ সকালে স্পিন বোলদাক জেলার কান্দাহার শহরের কাছে সংঘর্ষে মৃত্যু হল তাঁর।
প্রথম জীবনে কাজ করতেন একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান হিসেবে। তারপর সেখান থেকেই তাঁর উত্থান। নিজ প্রতিভার জেরেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। যে কোন ধরণের বিপদসংকুল এলাকায় তিনি পৌঁছে যেতেন। তা সে নেপালের ভূমিকম্প হোক আর মায়ানমারের রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা উদ্বাস্তুদের জীবন ক্যামেরাবন্দি করার জন্যই তাঁকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি তিনি রয়টার্সের হয়ে পৌঁছে গিয়েছিলেন আফগানিস্তানে। কিন্তু সেখানেই থেমে গেল তাঁর দুঃসাহসিক অভিযান।
উল্লেখ্য, দিন দুয়েক আগেই তাঁর কনভয়ের ওপর আক্রমণ চালিয়েছিল তালিবান গোষ্ঠী। সেই যাত্রায় প্রাণে বেঁচে গেছিলেন ঠিকই। তবে সেই ছবি তিনি প্রকাশও করেছিলেন। আর এই কাজই তাঁর শেষ কাজ হিসেবে থেকে গেল।
দানিশের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ভারতের আফগান দূত ফারিদ মামুনজে। তিনি আবার দানিশের খুব ভালো বন্ধুও ছিলেন। খ্যাতনামা এই সাংবাদিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পৃথিবীর সংবাদমাধ্যম।
ব্যুরো রিপোর্ট