Daily
দুচোখ আজও খুঁজে ফেরে, ফেলে আসা ছেলেবেলা। শৈশবে ফিরতে কার না ইচ্ছে করে বলুন? পুজোর সময়টা আসলে যেন সেই ছোটবেলায় ফেরার ইচ্ছেটা আরও জাপটে ধরে। ষষ্ঠীর সকালে নতুন জামা পড়ে মায়ের সাথে ষষ্ঠী পুজো দিতে যাওয়ার ছোটবেলা। ক্যাপ বন্দুক হাতে সমবয়সীদের সঙ্গে মণ্ডপে দৌড়ে বেড়ানো ছোটবেলা। সপ্তমীর সন্ধ্যায় কার কটা জামা হয়েছে সেই নিয়ে প্রতিযোগিতায় নামার ছোটবেলা। দল বেঁধে চাঁদা তুলতে যাওয়ার ছোটবেলা। আমি সেই ছোটবেলার কথা বলছি, যেই ছোটবেলায় ঢাকের তালে নাচতে গেলে ভাবতে হতো না কে কি বলবে? যে সময় পুজো বলতে পাড়ার মণ্ডপটাই শেষ কথা বলত।
আজ পুজো আছে। পুজো প্রস্তুতিও আছে। পুজো নিয়ে এক্সাইটমেন্টও আছে। হয়ত একটু বেশিই আছে। কিন্তু আন্তরিকতা আছে কি?
তা সে যতই থিমের পুজো হোক। মানুষ চাইছে অভিনবত্ব। তবেই না রাশ, তবেই না জার্ক। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে ইউটিউবার Everybody wants Publicity বস! আর এই পাবলিসিটির চক্করে শহর ঢাকছে বিজ্ঞাপনে। কোথাও কি ব্র্যান্ডিং-এর প্রতিযোগিতায় ঢাকা পড়ে যাচ্ছে সাবেকী পুজো? যে পুজোয় থিম ছিল না। ছিল আন্তরিকতা?