Daily

ভারতে লঞ্চ হয়ে গেছে নতুন জনপ্রিয় গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল আর্মি। পাবজির সঙ্গে ব্যাটেলগ্রাউন্ডের মিল আছে বলে গেম রিলিজের আগে থেকেই শোনা যাচ্ছিল। যে পাবজি জনপ্রিয়তায় বলে বলে গোল দিয়েছিল অন্যান্য গেমকে। যদিও গেম নির্মাতা দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন জানিয়ে দেয় ব্যাটেলগ্রাউন্ডের সঙ্গে পাবজির কোন সম্পর্ক নেই।
কিন্তু আবারও আলোচনা, জল্পনা। গতকাল থেকেই শুরু হয়ে গেছে গেমের প্রি-রেজিস্ট্রেশন। সেখানে আলোচনার বিষয়- ব্যাটেলগ্রাউন্ডে যে ইউআরএল রয়েছে, সেখানে পাবজির উল্লেখ ভালোভাবেই রয়েছে। গত বছরেই পাবজিকে নিষিদ্ধ করা দেয় কেন্দ্রীয় সরকার।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাবজি নিষিদ্ধ হয়ে যাবার পরেও কিভাবে ব্যাটেলগ্রাউন্ডের ইউআরএলে আবারও ফিরল পাবজি- সেই আলোচনাই এখন গেমদুনিয়ায়।
ব্যুরো রিপোর্ট