Market
অর্থনীতির চাকা গড়িয়েছে। কিন্তু গতি বৃদ্ধি তেমন একটা হয়নি। এর মধ্যেই ক্রমশ চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। ৫২ সপ্তাহ পর শুক্রবার আন্তঃ দিনের ব্যবসায় কোল ইন্ডিয়ার শেয়ার উঠল শীর্ষে। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোল ইন্ডিয়ার একটি শেয়ারের মূল্য পৌঁছয় ১৬৫ টাকায়। দেশের অর্থনীতি যে ক্রমশই ঘুরে দাঁড়াচ্ছে, তা রীতিমত পরিষ্কার হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংস্থার শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়ায়। এমনটাই মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।
কোল ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২১ সালে ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং পাঠানো হয়েছে ৫৫.১ মিলিয়ন টন। বছরের প্রথম দু’মাসেই যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। কোল ইন্ডিয়ার উৎপাদনে এতটা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে, বিদ্যুতের সামগ্রিক চাহিদা। যা বেড়ে দাঁড়িয়েছে ৭ শতাংশে।
বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে দেশের কয়লাখনিগুলো যাদের কার্যত শ্বাস ওঠার জোগার হয়েছিল, তারা এবার ঘুরে দাঁড়াতে পারবে। গোটা বিশ্ব জুড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লার দাম বেড়েছে। যা ই-নিলামের জন্য যথেষ্ট আশাপ্রদ। তাই, ২০২২ এর মধ্যে কোল ইন্ডিয়ার শেয়ার আরও ২৯ শতাংশ বৃদ্ধি পাবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট