Prime
Daily
ব্যাঙ্ক বেসরকারিকরণ কার স্বার্থে মোদীজি?
By BPN DESK | December 17, 2021
ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে দুদিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে চরম দুর্ভোগে গ্রাহকরা। দেশের তিনটি ক্লিয়ারিং সেন্টার দিল্লি, চেন্নাই ও মুম্বইতে আটকে রয়েছে ৩৮ লক্ষ চেক। যার অর্থমূল্য ৩৭ হাজার কোটি টাকা। দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হয়েছেন প্রায় ৯ লক্ষ কর্মচারী। সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন কার স্বার্থে হচ্ছে এই ব্যাঙ্ক ধর্মঘট মোদীজি?
ব্যুরো রিপোর্ট