Daily

তিন পলাতক শিল্পপতির ৯ হাজার কোটি টাকা জমা পড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। আর্থিক তছরুপ করে যারা বিদেশে গিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল রাখার চেষ্টা করে গিয়েছেন। বিজয় মালিয়া, মেহুল চোকসী এবং নীরব মোদির মোট ৯৩৭১ কোটি টাকা জমা পড়ল ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। এর ফলে আংশিক কিছুটা ক্ষত মিটল। কারণ এই তিন শিল্পপতির জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ২২ হাজার ৫৮৫ কোটি ৮৩ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়তে হয়। যার মধ্যে শুধু বিজয় মালিয়া ৯ হাজার কোটি টাকা ঋণ দিয়ে ব্রিটেনে পালিয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, ভারতীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্রিটেনের আদালতে আর্জি জানিয়েছে। মালিয়া সাফাই গেয়েছিলেন, ভারতের জেলের ভিতরের পরিবেশ খুব খারাপ। অসুস্থ হয়ে পড়তে পারেন তিনি। গোয়েন্দারা জেলের ভিতরের পরিবেশের ভিডিও সেখানকার আদালতে জমা দেন।
রিজার্ভ ব্যাঙ্ক মে মাসের শেষে ৫০ জন ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করে। যেখানে দেখা যায় সবচেয়ে উপরে রয়েছে হিরে ব্যবসায়ী মেহুল চোকসীর নাম। মেহুল চোকসীর কোম্পানি গীতাঞ্জলি জেমসের নামে ঋণ নেওয়া হয় ৫৪৯২ কোটি টাকা। এছাড়াও তার অন্য দুটি কোম্পানির মধ্যে ইন্ডিয়া ১৪৪৭ কোটি টাকা এবং নক্ষত্র ব্রাঞ্চ ১১০০ কোটি টাকা ঋণ নেয় এবং উইন্ডোজ কোম্পানি ৪০৭৬ কোটি টাকা ঋণ নিয়েছিল। মেহুল চোকসীও পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হবার পর ভারত থেকে পালিয়ে যান এবং আশ্রয় নেন অ্যান্টিগুয়ায়। তার পরে অবশ্য জানা যায় এই পলাতক শিল্পপতি ডোমিনিকা হয়ে কিউবায় পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু ইনিও শেষমেষ পুলিশের হাতে ধরা পড়েন। বর্তমানে তাকেও ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সিবিআই এবং ইডি।
ব্যুরো রিপোর্ট