Trending
তাঁর হাত ধরে আমূল বদলে গিয়েছিল ভারতের হোটেল শিল্প। হোটেল ব্যবসাকে দেখিয়েছিলেন এক নতুন দিশা। তিনি পৃথ্বীরাজ সিং ওবেরয়। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বলা হয়, ভারতে হোটেল শিল্পকে কিভাবে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে তাঁর ছিল নিরন্তর প্রয়াস। তিনিই খোলনলচে বদলে দিয়েছিলেন ভারতের হোটেল শিল্পকে। আজ ওবেরয় গ্রুপ পৃথিবীর অন্যতম বিলাসবহুল হোটেল চেইনগুলোর মধ্যে একটা।
১৯২৯ সালে জন্ম হয় পৃথ্বীরাজ সিং ওবেরয়ের। প্রাথমিক শিক্ষা ভারতে হলেও উচ্চ শিক্ষার জন্য তিনি পাড়ি দেন ব্রিটেন এবং সুইজারল্যান্ডে। কিভাবে হোটেল ব্যবসার মাধ্যমে আতিথেয়তাকে বিশ্বমানে পৌঁছনো যায় সেদিকেই বরাবর লক্ষ্য ছিল এই কিংবদন্তী শিল্পপতির। অনেকেই বলেন, দেশের প্রথম সারির শহরগুলিতে বিদেশি ট্যুরিস্টদের জন্য যে কয়েকটি বিলাসবহুল হোটেল ওবেরয় গ্রুপ খুলেছে, আজ গ্লোবালি তার কদর পৌঁছে গিয়েছে অন্য মাত্রায়। আজ শুধু ভারত বলে নয়, ওবেরয় হোটেল এবং রিসোর্ট ডেভেলপমেন্টের খাতিরে বিভিন্ন দেশেই পিআরএস ওবেরয় নিজেই এক চলমান ব্র্যান্ড। ২০০৮ সালে জানুয়ারি মাসে তিনি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। ইন্টারন্যাশনাল লাগজারি ট্র্যাভেল মার্কেটের তরফে তাঁকে দেওয়া হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পিআরএস ওবেরয়ের মত শিল্পপতির প্রয়াণ ভারত তো বটেই, গোটা বিশ্বে হোটেল শিল্পে চিরস্থায়ি এক শূন্যতা তৈরি করে দিল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ