Daily

স্কুল খোলার দাবিতে এসএফআই ও এবিভিপির জোড়া বিক্ষোভে উত্তাল কলেজ স্ট্রিট। দুই সংগঠনের জোড়া বিক্ষোভ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে স্কুল খোলার দাবিতে বেলা ১২ টা নাগাদ বিক্ষোভ কর্মসূচিতে নামে এসএফআই। এর আধঘণ্টা পরেই বিক্ষোভে সামিল হয় এবিভিপি। এরপর এবিভিপির মিছিল এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল এগোতেই পুলিশ ও ছাত্রদের মধ্যে ধ্বস্তাধস্তি বেঁধে যায়। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।
পানশালা খোলা হলে, খোলা হোক পাঠশালাও এই দাবিতে দুই ছাত্র সংগঠন বৃহস্পতিবার আবার পথে নামে। কলেজ স্ট্রিটের চার দিকে তুমুল বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যেতে থাকে। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। তার সাম্প্রতিকতম জ্বলন্ত উদাহরণ শিলিগুড়ির মেধাবী ছাত্রের আত্মহত্যা। প্রসঙ্গত, স্কুল খোলার দাবিতে তিন দিন আগে এসএফআই-এর কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সল্টলেক বিকাশ ভবন চত্বর। সেখানে করুণাময়ী মোড়ে পথ আটকায় পুলিশ। ছাত্রদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।অভিযোগ পুলিশ এক প্রকার চ্যাঙদোলা করে ছাত্র নেতাদের গাড়িতে তোলে।
পরেরদিন মঙ্গলবারও কলেজ স্কোয়ার থেকে স্কুল খোলার দাবিতে মিছিল করে এসএফআই। স্কুল কলেজ খোলার দাবিতে এই নিয়ে তিনদিন বিক্ষোভ কর্মসূচী পালন এসএফআইএর।
ব্যুরো রিপোর্ট