Daily

সোমবার সকালে দমদম রোড সংলগ্ন সেন্টস স্টিফেন্স স্কুলে অত্যাধিক ফী বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা।অভিযোগ এর আগেও একাধিক বার লকডাউন ও তার পরবর্তী সময়ে স্কুলের অতিরিক্ত ফী বৃদ্ধি নিয়ে বিক্ষোভে সরব হয়েছিলন অভিভাবকরা।কিন্তু তাতে কোনো কাজ হয়নি। উপরন্তু, সম্প্রতি আবারও কোনো নোটিশ ছাড়াই ফী বৃদ্ধি করছে স্কুল কর্তৃপক্ষ, সেই অভিযোগেই এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের আরও অভিযোগ, স্কুলের একাধিক ব্রাঞ্চে এক এক রকম ফী স্ট্রাকচার রয়েছে। স্কুল কর্তৃপক্ষ বার বার সরকারের দোহাই দিয়ে ও কোর্টের অর্ডার বলে ফী বৃদ্ধির চেষ্টা করছে। এই ভাবে ফী বৃদ্ধির ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এভাবে চলতে থাকলে বাচ্চাদের স্কুলে পড়ানো যাবে না বলে জানান অভিভাবকরা।
মনস চৌধুরী, সল্টলেক