Agriculture news
রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বোরো ধানচাষ। কোথাও কাজ চলছে, আবার কোথাও হয়ে গেছে সেই কাজ। কিন্তু ধানচাষে তেমন লাভ পাচ্ছেন কোথায়? তাই কৃষকরা কিভাবে ধান চাষ করে ধানের ফলন বাড়িয়ে দিনের শেষে লাভের অঙ্ক তুলে আনতে পারেন, সেদিকেই লক্ষ্য রেখেছে কৃষিবিভাগ। কৃষকদের পরিশ্রম যাতে জলাঞ্জলি না যায়, কৃষকরা যাতে দিনের শেষে ধান চাষ করেও ভালো রকম লভ্যাংশ সংসারে নিয়ে আসতে পারেন সেসব বিষয় নিয়েই পরামর্শ দিচ্ছে কৃষি দফতর। আর সেই পরামর্শই যাতে সকলের কাছে পৌঁছে যায়, তার জন্য পৌঁছে গেছিলেন বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধি। কিভাবে ধান চাষ করে লাভ তুলতে পারেন, সেই নিয়েই ছোট্ট পরামর্শ। জানতে হলে স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিও।
ধান চাষ করে লাভ করতে পারছেন না- এই বিষয়টা অন্তত ধানচাষিদের ক্ষেত্রে কেমন খাপছাড়া লাগে। তারপরেও যে এটাই সত্যি। তার অন্যতম কারণ গতানুগতিক চাষবাস এবং সঠিক পরিচর্যার অভাব। এই বিষয়গুলো কৃষকদের কাছে তেমন পরিষ্কার না-থাকার কারণে ধানের চাষ করেও বারবার উপার্জনের ক্ষেত্রে তাঁদের ভালোরকম হ্যাপা পোহাতে হয়। সঙ্গে অনিশ্চয়তা কাজ তো করেই। আর ঠিক এমনই একটি সময়ে কিভাবে সুসংহত উপায়ে ধানচাষ করতে পারেন, এবং চাষ করে উপার্জন বাড়াতে পারেন, এই নিয়ে বিজনেস প্রাইম নিউজকে কৃষকদের স্বার্থে বললেন শহীদ মাতঙ্গিনী ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার বিশ্বজিৎ ভৌমিক এবং খেঁজুরী ২ নম্বর ব্লকের সহকৃষিঅধিকর্তা ড. প্রীতম কুমার জানা। কৃষকদের উদ্দ্যেশ্যে তাঁদের পরামর্শ কী, শুনুন ধৈর্য ধরে।
তাহলে দেখলেন তো…কিভাবে ধইঞ্চা গাছ জমি উর্বরতা বৃদ্ধি করতে পারে। আর কিভাবেই বা সেই জমি ধান চাষের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে। তবে এখন একটাই আশার বিষয় যে, বৃষ্টি কম হলেও এখন হচ্ছে। আর সেটা কৃষকদের জন্য অনেক। মাটির উর্বরতা বৃদ্ধিতে ধনচে গাছের গুরুত্ব কম অজানা নয়। তাহলে বন্ধুরা, ধান চাষ করতে গিয়েও যে হোঁচট খাচ্ছেন বলে মনে করেছিলেন, আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে সেই ধোঁয়াশা খানিক কাটাতে পারলাম। খেয়াল রাখবেন দিনের শেষে বিপিএন রয়েছে কৃষকদের পাশে।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর