Daily

গ্যাসের চাপ কম থাকায় মারাত্মকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে বাংলাদেশের , টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের কারখানাগুলির। ইতিমধ্যেই উৎপাদন বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ইউনিটের। কারখানার মালিকরা বলছেন, এরম অবস্থা যদি আরো কিছুদিন থেকে তাহলে উৎপাদন বন্ধ হয়ে যাবে সমগ্র শিল্পাঞ্চলের।
একাধিক শিল্পকারখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৫ দিন ধরে এই সংকট তীব্র হলেও, সেই ঈদুল আজহারের পর থেকেই এ এলাকায় পাইপ লাইনে গ্যাসের চাপ কম ছিল।
সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া-সোহাগপুর এলাকার নাসির গ্লাস কারখানা থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেখানে ৪ টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়েগেছে কেবল গ্যাসের সংকটের জন্য। এবং যে তিনটি ইউনিটের উৎপাদন হচ্ছে তাও প্রায় বন্ধের মুখে। গোড়াই শিল্পাঞ্চল এলাকার সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহিদ গ্রুপ অব কোম্পানিজের কারখানায় এবং টাঙ্গাইলের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান কমফিট কম্পোজিট নিটের কারখানায়ও একই অবস্থা। সেইখানেও এই সমস্যার কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। অলস সময় কাটাচ্ছেন অনেক শ্রমিক। এই সমস্যার কারণে ফের বেকারত্ব বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা ।
এই সমস্যা নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টাঙ্গাইলের সহকারী ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সরকার রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহ করছে। এমনটা করার মূল কারণ হচ্ছে গ্যাসের স্বল্পতা । এর কারণে গ্যাসের চাপ কখনো কমছে আবার কখনো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবং এতে নাকি তাদের কিছুই করার নেই।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ