Market

কোভিড পরবর্তী সময়ে ইউএসএ সহ দেশের বিভিন্ন সংস্থাগুলি চিনের ওপর নির্ভরতা কমিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে লাভবান হতে পারে ভারত। এর মধ্যেই অ্যাপল, টেসলা র মত বহু সংস্থা তাদের পরবর্তী ডেসটিনেশন হিসেবে ভারতকেই বেছে নিয়েছে।
চিন থেকে বেরিয়ে এসে ভারতের কারখানায় পণ্য উৎপাদন করে বিশ্ব বাজারে তা রপ্তানি করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার মাথায়। আর এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করতে চায় না ভারত। তাই কেন্দ্রীয় সরকার, প্রোডাক্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের মত নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে যাতে এই বিদেশী সংস্থা গুলি তাদের প্রতিবেশী রাষ্ট্রের কথা ভুলে গিয়ে ভারতের ওপর মনোনিবেশ করতে বাধ্য হয়।
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা মনে করছেন যে চিনের পাশাপাশি আর একটি দেশে ব্যবসা প্রসারের যে এই সুযোগ এসেছে তা থেকে ভারত আগামী ৩ থেকে ৫ বছর লাভ করতে পারবে। কিন্তু ১০ বছর পর্যন্ত এই সুযোগ থাকবে না। তাই যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। সময় নষ্ট করা যাবে না।
অজয় বাবু আরও বলেছেন যে, বিশ্ববাজারে ব্যবসা কমে যাওয়ায় যে মন্দা র পরিস্থিতি দেখা ছে তা অনেকটাই সামলানো গেছে ঘরোয়া উৎপাদনের চাহিদার জন্য। আর এই ঘরোয়া উৎপাদনের ওপর নির্ভর করে ভারতের মোট জাতীয় উৎপাদন (জি ডি পি) এর হার বেড়েছে অনেকটাই। আর এই হার বৃদ্ধিই বিদেশী সংস্থাগুলোকে বেশি আকর্ষণ করছে।
অজয় বাবুর মতে, ভারতের অর্থনীতি অনেক স্বচ্ছল এবং করোনা র ধাক্কা সামলে অন্য দেশের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দারিদ্র কমানোর জন্য যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ সেগুলি হল বৃদ্ধি এবং কর্মসংস্থান। আর এই দুটি বিষয়ের ওপরই ভারত ভীষণভাবে জোর দিয়েছে। তাই তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী। অজয় বাবু আরও বলেছেন যে, বিশ্ববাজারে ব্যবসা কমে যাওয়ায় যে মন্দা র পরিস্থিতি দেখা ছে তা অনেকটাই সামলানো গেছে ঘরোয়া উৎপাদনের চাহিদার জন্য। আর এই ঘরোয়া উৎপাদনের ওপর নির্ভর করে ভারতের মোট জাতীয় উৎপাদন (জি ডি পি) এর হার বেড়েছে অনেকটাই। আর এই ইতিবাচক দিক গুলিই বিদেশী সংস্থাগুলোকে বেশি আকর্ষণ করছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ