Daily

সাইকেল গার্ল জ্যোতির কথা দেশবাসী এখনও ভোলে নি। যার ইচ্ছাশক্তি এবং তাগিদ একদিকে দেশবাসীর চোখে জল এনে দিয়েছিল আবার অন্যদিকে দেশবাসী কুর্নিশও জানিয়েছিল। সেই জ্যোতি যে গত বছর করোনার সময় বাবাকে সাইকেলে চাপিয়ে ১২০০ কিমি পথ পাড়ি দেয়। হরিয়ানা থেকে বিহারে চিকিৎসার জন্য। বাবাকে সুস্থ করার জন্য। সেই সময় কয়েকদিন জ্যোতি লাইমলাইটে এলেও খুব বেশিদিন তাকে নিয়ে আর চর্চা হয়নি। এদিকে কিছুদিন আগে সেই জ্যোতির বাবা মোহন পাসোয়ান মারা যান। একেবারে অকূল পাথারে পড়ে জ্যোতি। আর সেই খবর পেয়েই এগিয়ে এলেন প্রিয়াঙ্কা গান্ধী।
জ্যোতির জীবনে যাতে কোনদিন অন্ধকার নেমে না আসে তার জন্য পড়াশুনোর সমস্ত খরচ বহন করবেন কংগ্রেস নেত্রী। জ্যোতির পাশাপাশি ওর ভাইবোনের পড়াশুনোর যাবতীয় দেখভালের দায়িত্ব তুলে নিয়েছেন তিনি।
জ্যোতির পিতৃহারার খবর পেয়েই স্থানীয় এক নেতাকে জ্যোতির সঙ্গে দেখা করার নির্দেশ দেন প্রিয়াঙ্কা গান্ধী। সেইভাবেই কথাবার্তা এগোয়। তবে প্রিয়াঙ্কা গান্ধী এই খবর একেবারেই প্রচারে আনেন নি। বরং জ্যোতিই গোটা বিষয়টি এক সংবাধমাধ্যমকে জানায়। জ্যোতি বলেছে, এই আশ্বাসটুকু পেয়েই এখন সে নিশ্চিন্তে পড়াশুনো চালিয়ে যেতে পারবে।
ব্যুরো রিপোর্ট