Market

কেন্দ্রীয় কোষাগার ভরে দেশের আর্থিক ভিত মজবুত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তার মধ্যে অন্যতম বেসরকারিকরণ। দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করে লক্ষ্যমাত্রা পূরণের পথে বারবার হাঁটতে চেয়েছে মোদী ক্যাবিনেট। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধতা করেছে বিরোধী রাজনৈতিক শিবিরগুলো। কিন্তু সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ যেন মোদী ক্যাবিনেটের সিদ্ধান্তে অনেকটাই জ্বালানি দিল।
সোমবার সংসদে বাজেট পেশের সময় যে আর্থিক সমীক্ষার রিপোর্ট হাতে এলো, সেখানে স্পষ্ট মোদী ক্যাবিনেট এয়ার ইন্ডিয়ার এই বিলগ্নিকরণে যথেষ্ট আশার আলো দেখতে পেয়েছে। করোনার ভরা মরশুমে ২০১৯-২০ সালে দেশের বেহাল অর্থনীতির চাকা ঘোরাবার জন্য বেসরকারিকরণকেই হাতের তাস হিসেবে ব্যবহার করেছিল মোদী সরকার। কিন্তু যে লক্ষ্যমাত্রা নিয়ে তারা বিলগ্নিকরনের পথে হাঁটার কথা ভাবে, বাস্তবে দেখা যায় সেই লক্ষ্যপূরণে বড়সড় বিভ্রাট রয়ে গিয়েছে। অবশেষে বাজেট পেশের কয়েকদিন আগে টাটার হাতে মহারাজার প্রত্যাবর্তন যেন সেই লক্ষ্যপূরণের অনেকটাই কাছাকাছি চলে এলো। স্বাভাবিকভাবেই শিপিং কর্পোরেশন, ভারত পেট্রোলিয়ামের মত একাধিক সংস্থার বেসরকারিকরণ এখন অনেকটাই মসৃণ হবে বলে মনে করছে মোদী ক্যাবিনেট।
ব্যুরো রিপোর্ট