Academy

আর নয়। অনেক হয়েছে। রাজ্যের বেসরকারি স্কুলগুলো আর তাদের নিজেদের মর্জি মত লাগামছাড়া বেতন নিতে পারবে না পড়ুয়াদের থেকে। বহুদিন ধরেই অভিভাবকরা এই ব্যাপারে তাদের অভিযোগ জানিয়ে আসছেন। এমনকি সরকারের কাছে তারা তাদের অভিযোগ জানিয়েছেন। এই প্রাইভেট স্কুল গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকদিন ধরেই রাজ্যের একটি কমিশন তৈরি করার পরিকল্পনা ছিল। সোমবার এই ব্যাপারে একটি বিল মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে। এই নতুন বিলের নাম হল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন বিল ২০২৩’ এবং নতুন কমিশনের নাম হল শিক্ষা কমিশন।
এই নতুন বিলে বলা হয়েছে যে এই কমিশনের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যাকে রাজ্য সরকারই নিয়োগ করবে। এনার গাইডেন্সে এই নতুন কমিশন কাজ করবে। তিনি ছাড়াও এই কমিশনে আর যারা থাকবেন তারা হলেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার,এসসিইআরটি র ডিরেক্টর, মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি , শিক্ষা মন্ত্রীর মনোনীত ২ জন শিক্ষাবিদ এবং সিবিএসই ও আইসিএসই বোর্ডের প্রতিনিধি।
শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে যে, এই নতুন শিক্ষা কমিশন বেসরকারি স্কুলগুলোর বেতন নির্দিষ্ট করে দেবে। তারপর সেই বেতনের অঙ্ক সরকার কেও জানাবে। এছাড়া অভিভাবকদের যদি কোন বেসরকারি স্কুলের বিরুদ্ধে অযথা বেতন বাড়ানোর ব্যাপারে অভিযোগ থাকে সেই অভিযোগও শুনবে কমিশন। প্রয়োজন হলে স্টুডেন্ট দের স্বার্থ রক্ষার্থে সরকারের অনুমতি নিয়ে কমিশন, এই স্কুলগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপও নিতে পারবে।
তবে এই বিল এখনি আইনে পরিনত হচ্ছে না। বিধানসভায় পাশ হবার পর রাজ্যপালের অনুমোদন পেলে তবেই তা আইনে পরিনত হবে। এবং তখনি হয়ত এই প্রাইভেট স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের বহুদিনের অভিযোগের নিস্পত্তি ঘটবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ