Market

অতিমারি পর্ব কাটিয়ে ওঠার পর থেকেই ছন্দে ফিরতে শুরু করেছে দেশের প্রথম সারির সংস্থাগুলি। সরকারি অফিসগুলো নির্দিষ্ট সংখ্যক কর্মী নিয়ে যেমন কাজ করছে। তেমনি সেই পথে হাঁটতে চলেছে কর্পোরেট সংস্থা।
টিসিএস, উইপ্রো, ইনফোসিস বা ডেলয়েট। আইটি সংস্থাগুলি ইতিমধ্যেই ১০০% কর্মী নিয়ে অফিস খোলায় সায় দিয়েছে। একই পথে হাঁটতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্কের মত প্রথম সারির ব্যাঙ্ক কোম্পানিগুলি। সেই ভাবনা নিয়েই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক চাইছে ৯০% কর্মী নিয়ে অফিস চালু করার। সংস্থার পক্ষ থেকে মনে করা হচ্ছে আগামী নভেম্বর ডিসেম্বর এর মধ্যে সম্পূর্ণভাবে অফিস খুলে দিতে পারে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। তবে প্রতিটি কোম্পানি রাজ্য সরকারের নির্দেশিত কোভিড নীতি মেনেই অফিস চালু করবে। একইসঙ্গে খেয়াল রাখবে সংস্থার প্রতিটি কর্মচারীর ভ্যাকসিনেশনের দিকটাও।
তবে অনিশ্চয়তার মেঘ এখনই কাটছে বলে মনে করা যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ করোনার তৃতীয় ঢেউ। যদি তৃতীয় ঢেউ আবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আবারও অনিশ্চয়তা বেড়ে উঠতে পারে।
ব্যুরো রিপোর্ট