Daily
১। আজ ষষ্ঠ দফার ভোট। রাজ্যের ৪টি জেলার ৪৩টি আসনে ভাগ্য পরীক্ষায় নামছেন ৩০৬ জন প্রার্থী। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, মুকুল রায় থেকে রাহুল সিনহা, কৌশানি থেকে রাজ চক্রবর্তী। শাসক ঘাসফুল ও বিরোধী পদ্মশিবির সহ একাধিক প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে আজকের ভোটে। পিছিয়ে নেই সংযুক্ত মোর্চার দেবজ্যোতি দাস, তন্ময় ভট্টাচার্যের মত প্রার্থীরা।
২। করোনায় প্রয়াত হলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। গত কয়েকদিন ধরেই আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। বাম জমানায় নন্দীগ্রাম বিরোধী আন্দোলনে পথে নেমে আন্দোলন করেন এই অশীতিপর কবি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। রাজ্যপাল জগদীপ ধনখড় সহ বহু বিশিষ্ট মানুষ।
৩। করোনার ঝোড়ো দাপট আজও আব্যাহত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার সংক্রমণ ৩ লক্ষ ছুঁইছুঁই। এপ্রিলে সংক্রমণের নিরিখে আজই রেকর্ড করল ভারত। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হারেও হল রেকর্ড। নতুন করে মৃত্যু হয়েছে ২০২৩ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১, ৮২, ৫৫৩ জন।
৪। করোনার ঝড় বইছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল দশ হাজারে। রাজ্যে মৃতের সংখ্যাও হল সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হলেন ২৪ জন। করোনায় আক্রান্ত হলেন সুজন, মমতাবালা ঠাকুরের মত একাধিক রাজনৈতিক হেভিওয়েট।
৫। করোনা আবার থাবা বসাল রেল পরিষেবায়। এবার চালক ও গার্ড সহ আক্রান্ত মোট ৬২৪ জন। একসঙ্গে এত জন কর্মী আক্রান্ত হওয়ায় বিঘ্ন ঘটল রেল পরিষেবায়। আজও হাওড়া ও শিয়ালদা ডিভিশনে বাতিল হল একের পর এক ট্রেন।
৬। স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। একইসঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় অধিগ্রহণ করা হল বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল।
৭। শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পঞ্চম দফার ভোটে পার্টি অফিসেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। এসএসকেএমের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। চলছে পরীক্ষা-নিরীক্ষাও।
৮। অক্সিজেন সিলিন্ডারের রিফিলিংয়ের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাংকার লিক করে গোটা হাসপাতাল চত্বরেই ছড়িয়ে পড়ে সাদা ধোঁয়া। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। ঘটনাটি ঘটে নাসিকের ডা. জাকির হোসেন হাসপাতাল চত্বরে। ৩০ মিনিট বন্ধ হয়ে যায় হাসপাতালের বিভিন্ন বেডে অক্সিজেন সরবরাহ। তার জেরেই ছটফটিয়ে মৃত্যু হয় ২২ জন করোনা রোগীর। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।
৯। দেশে করোনা রোগীদের জন্য যখন অক্সিজেনের চাহিদা তুঙ্গে ঠিক তখনই অক্সিজেনের ঘাটতি মেটাতে আসরে নামলেন টাটা গোষ্ঠী। অক্সিজেনের অভাব পূরণ করতে ২৪টি ক্রায়োজেনিক কন্টেনারস আমদানি করার সিদ্ধান্ত নেয় টাটা গোষ্ঠী। টাটাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১০। কেন্দ্রের ঘোষণামত এবার রাজ্য সরকারগুলিকেও নির্দিষ্ট দামে কোভিশিল্ড ভ্যাকসিন বেচবে সিরাম ইন্সটিটিউট। রাজ্যগুলিকে প্রতি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে আর বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ ৬০০ টাকায় বিক্রি করা হবে। সরকার মে মাস থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নেওয়ায় চাহিদা বেড়েছে বহুগুণ।