Daily

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০তম আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দেওয়ার পাশাপাশি, দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর এই প্রথম কাশ্মীরে মোদি।
সূত্র মারফত জানা গেছে, জম্মু ও কাশ্মীরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে কৃষি সংক্রান্ত ৮০০ কোটি টাকার প্রকল্প শুরু করবেন।
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুন প্রধানমন্ত্রী মোদি শ্রীনগরের ডাল লেকের তীরে অবস্থিত ১০তম যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন এবং উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর দুদিনের এই জম্মু ও কাশ্মীর শহরের জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়ত শ্রীনগর শহরে কড়া নজরদারি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ