Daily
১। হাড় হিম করা জলোচ্ছ্বাস দেখল দিঘা। ইয়াসের তাণ্ডবে দিঘার রাস্তাঘাট কার্যত চিনে ওঠা দায় হয়ে দাঁড়াল। সমুদ্রের জল ঢুকে এল শহরে। ভয়ঙ্কর তীব্রতা নিয়ে গার্ডওয়াল ভেঙে আছড়ে পড়ল সমুদ্রের ঢেউ।
২। সুন্দরবনের গ্রামগুলিতে নদী বাঁধ ভেঙে জল ঢুকল হু হু করে। ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল, ডাসা একাধিক নদীর জল বইল বিপদসীমার উপর দিয়ে। নদী পারের মানুষের কপালে নামল আতঙ্ক এবং অনিশ্চয়তার মেঘ।
৩। কার্যত লন্ডভন্ড সৈকত ভূমি। সমুদ্রের জলে ভেসে গেছে একের পর এক গাড়ি। ভেঙে পড়েছে গার্ডওয়াল। ইয়াসের তাণ্ডবে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে দিঘা শহর।
৪। সৈকতের ব্যবসা-বাণিজ্যের সলিল সমাধি হল দিঘায়। একদিকে যখন লকডাউনে টিমটিম করে জ্বলছিল সমুদ্র সৈকতে ব্যবসার আলো ঠিক তখনই ইয়াসের তান্ডব যেন সেটাও নিভিয়ে দিয়ে কার্যত লোডশেডিংয়ে ফেলে দিল সৈকতের ব্যবসা ভাগ্যকে।
৫। ইয়াস ল্যান্ডফল করল ওড়িশায়। আর তারই প্রভাবে তছনছ হয়ে গেল গঙ্গাসাগর। সাগরের জল উঠে এল একেবারে কপিল মুনির আশ্রম পর্যন্ত। ভেঙে গেল মাঠের একাধিক কংক্রিটের কাঠামো।
৬। জল থই থই হলদিয়া। প্রায় ৭-৮ ফুট পর্যন্ত উঠে গেল নদীর জলস্তর। ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হল নদীর জলে। নন্দীগ্রাম ১ নং ব্লকের নদী তীরবর্তী গ্রামগুলোয় উপচে পড়ল নদীর জল। রাস্তা এবং নদী কার্যত এক হয়ে গেল।
৭। ইয়াসের দাপটে বিস্তর ক্ষতি হয়েছে বাঁধের। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সহ পূর্ব মেদিনীপুরের বাঁধগুলির মারাত্মক ক্ষতি হল। ভাঙা বাঁধের সংখ্যা জানতে চেয়েছে নবান্ন। যদিও খবর পাওয়া গেছে ১৩৪টি বাঁধ একেবারে ভেঙে পড়েছে।
৮। কেন্দ্রে বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ ধরা পড়ল আবারও। পাঞ্জাবের অমৃতসরে ছাব্বা গ্রামের বাড়িতে বাড়িতে দেখা গেল কালো পতাকা। কেউ ধরে আছেন হাতে, কেউ বা প্রতিবাদ জোড়ালো করতে ট্র্যাক্টরে বেঁধে দিয়েছেন কালো পতাকা। বহু প্রতিবাদ, অনশনের পরেও কেন্দ্র ফিরিয়ে নেয়নি তিনটি কৃষি আইন।
৯। দেশে ক্রমশ চওড়া হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের অধিকাংশই গুজরাত, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে। করোনার মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস নতুন করে বাড়িয়েছে আতঙ্ক। এদিকে একের পর এক রাজ্যে ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকায় কেন্দ্র সহ রাজ্যগুলিও মহামারি হিসেবে ঘোষণা করেছে এই ব্ল্যাক ফাঙ্গাসকে।
১০। ফের হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বাড়ি নিয়ে আসা হয় তাঁকে। বরং অসুস্থতার জেরে বুদ্ধবাবু ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। জানা গিয়েছে, বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি হবার পর থেকেই প্যানিক অ্যাটাকে ভুগছিলেন তিনি।
ব্যুরো রিপোর্ট