Daily
১। ব্যক্তিগত বিষয় বলে নুসরত কাণ্ড থেকে দূরত্ব বজায় রাখতে চাইল তৃণমূল। একইসঙ্গে বিজেপি আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্যকে কড়া বার্তা দিল দল। অমিত মালব্য প্রশ্ন তুলেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ড অনুযায়ী নুসরত নিখিল জৈনকে বিবাহ করেছিলেন। তবে কি তিনি সংসদে অসত্য ভাষণ দিয়েছেন? তারই জবাবে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিষয়টিকে ব্যক্তিগত বলে দাবি করেন। তিনি বলেন, এর সঙ্গে রাজনীতি বা দলের কোন সম্পর্ক নেই।
২। দলে ফেরার প্রসঙ্গে রাজীবের হয়ে পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, দেরিতে বোধোদয় হলেও ভাল লক্ষণ। অনেকেই বলতে শুরু করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ ও বন দফতরের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়াতেই ভয় পেয়ে আবার দলে ফিরতে চাইছেন তিনি। যদিও তদন্তের ভয়ে ফিরতে চাইছেন রাজীব, এই যুক্তি মানতে চান না ফিরহাদ।
৩। কংগ্রেসের অন্দরে কি সত্যিই তৈরি হচ্ছে সমস্যা? সমস্যা সমাধানের উপায়ও কি ক্রমশ কমে আসছে? আর সেই কারণেই জিতিন প্রসাদের দলত্যাগ? কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল জানিয়েছেন, দল ছাড়ার কোন প্রশ্নই নেই। তবে তিনিও মনে করেন, কংগ্রেসের কথা শোনা উচিৎ।
৪। করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে পুরীর রথযাত্রা। তবে এই যাত্রায় অংশ নিতে পারবেন না কোন ভক্ত। এমনকি ওড়িশার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না। সরকারের তরফে জানানো হয়েছে, একমাত্র যে সব সেবাইতের টিকার দুটি ডোজ নেওয়া থাকবে তাঁরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
৫। কোভিড অ্যাসিসটেন্সের জন্য মাল্টি পারপাস রোবট তৈরি করল মুম্বইয়ের প্রযুক্তিবিদ সন্তোষ হুলাওয়ালে। যে রোবটটি স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সাহায্য করবার জন্য প্রস্তুত থাকবে সবসময়। এমনকি যেকোন গ্যাস লিক বা আগুন ধরার মত এমারজেন্সি সার্ভিসে মানুষকে সাহায্য করবে।
৬। শিশুদের জন্য মাস্ক নিয়ে নয়া গাইডলাইন। জানাল ডিজিএইচএস। ৫ বছরের নিচে শিশুদের জন্য মাস্ক নয়। তবে ৬-১২ বছর বয়সী শিশুরা তাদের বাবা-মায়ের নির্দেশমত মাস্ক পরতেও পারে।
৭। অতিমারিতে বাবা হারিয়েছেন কাজ। সংসারের হাল ধরতে এবার নিজেই নেমে পড়ল ওড়িশার ছাত্রী বিষ্ণুপ্রিয়া। বিখ্যাত খাবার ডেলিভারি সংস্থার হয়ে এখন সে দরজায় দরজায় খাবার পৌঁছে দিচ্ছে।
৮। মাত্র পাঁচ মিনিটে আঠেরোটা বাংলা কবিতা পাঠ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া হলি চাইল্ড স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছোট্ট আয়ুশ। কয়েক দিন আগেই তার বাড়িতে এসে পৌঁছায় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফ থেকে মেডেল, শংসাপত্র। কবিতার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা, ক্যারাটে প্রতিযোগিতা সহ একাধিক খেলায় অংশগ্রহণ করে সাফল্যের ঝুলিতে বেশ কয়েকটি পুরস্কার।
৯। বৃহস্পতিবার সকালে সাগরের মন্দিরতলা খেয়াঘাটে দেখা গেল শক্তিশালী ঘূর্ণিপাক। এই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে জল দলা পাকিয়ে ৫০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। যার ফলে আতঙ্কিত সাগরবাসী। এর পর থেকে সাগরে শুরু হয় বৃষ্টি। আবহাওয়া খারাপ হতে শুরু করেছে ক্রমশ। তার ওপর রয়েছে কোটাল। সবমিলিয়ে আতঙ্কে সাগরবাসী।
১০। সময়ে বর্ষা ঢুকলেও আতঙ্ক বাড়াচ্ছে বঙ্গোপসাগরের তৈরি হওয়া নতুন করে নিম্নচাপ। যা আজ থেকে অতি ভারী নিম্নচাপে পরিণত হতে পারে। এর উপর রয়েছে অমাবস্যার কোটাল। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হতে পারে প্রবল বর্ষণ। ১১ জুনের পর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাবার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
ব্যুরো রিপোর্ট