Daily
১। বেসুরোদের দল থেকে বিদায় নেবার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির সিঙ্গুর এবং পোলবা-দাদপুরে গত সোমবার বজ্রপাতের কারণে মৃত্যু হওয়া পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনি মন্তব্য করে বসেন লকেট।
২। বিজেপিকে জোড় খোঁচা দিলেন অভিষেক। বুধবার মুর্শিদাবাদ সফরে গিয়ে বলেন, “সাধারণ মানুষকে বলব, যে রাজনৈতিক দল ১০টা নেতাকে এক ছাতার তলায় রাখতে পারে না, তাদের হাতে ১৩০ কোটি মানুষের ভবিষ্যৎ তুলে দেওয়া কি উচিৎ?”
৩। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক এবং এআইসিসির সাধারণ সম্পাদক জিতিন প্রসাদ। বুধবার দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়ালের উপস্থিতিতে তাঁর যোগদান হয়। দলীয় উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
৪। লকডাউন শিথিল হতেই জম্মুর বাজারে ভিড় লক্ষ্য করা গেল। জম্মুর পুরনো বাজারে ট্রাফিকের সঙ্গে মানুষের ভিড়ও নজর কাড়ল। গত ৩১ দিন ধরে তালাবন্দি ছিল জম্মু কাশ্মীর।
৫। গাছের গায়ে ব্ল্যাক ফাঙ্গাসের ছাপ! আর সেই দেখে আতঙ্ক ছড়াল নাসিকের এলাকাবাসীদের মধ্যে। যদিও বিশেষজ্ঞমহল দাবি করেছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে গাছের কোন সম্পর্ক নেই।
৬। ত্রিপুরার চা বাগান কর্মীরা স্মরণ করলেন আদিবাসী স্বাধিনতা সংগ্রামী বিরসা মুণ্ডাকে। দুর্গা বাড়ি চা বাগানের কর্মীরা ফুল, মালা দিয়ে তাঁর মৃত্যুদিন স্মরণ করা হয়। ১৯০০ সালে ৯ জুন তিনি রাঁচির জেলে মারা গেছিলেন।
৭। পাঞ্জাবের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে দেখা গেল ভ্যাকসিনের সংকট। সেই নিয়ে অসন্তোষ প্রকাশ পেল গ্রামবাসীদের মধ্যে। একদিকে যখন সমস্ত রাজ্যে ভ্যাকসিন বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী, তখন সংকট তৈরি হল কেন?
৮। টিকাকরণ কর্মসূচি চালিয়ে যাবার জন্য লোকাল ক্লাবগুলিকে ব্যবহার করার উদ্যোগ নিতে দেখা গেল ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। ৪৫ ঊর্ধ্ব মানুষদের টিকা দেওয়া হল গতকাল। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরাবাসী।
৯। প্রবল বৃষ্টিতে ভিজল মুম্বই। মহানগরের অনেক রাস্তাই ডুবে গেল জলের তলায়। যদিও প্রতিবছরই বর্ষার সময় মুম্বই জলমগ্ন থাকে।
১০। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়ার গ্রীন সিগন্যাল পেয়ে গেছে। শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারার প্রবল সম্ভাবনা। ফলে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জারি আছে লাল সতর্কতা।