Daily
১। আলাপনকে শো-কজ করল কেন্দ্র। তাঁর বিরুদ্ধে আনা হল জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের অভিযোগ। যদিও আলাপন তিনমাসের এক্সটেনশনকে সটান ‘না’ জানিয়ে কেন্দ্রকেই বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা হিসেবে রয়ে গেলেন।
২। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের শাস্তির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করছেন, প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থেকে আলাপন নিজের সার্ভিস রুল ভেঙেছেন। তাই কড়া শাস্তি হওয়া উচিৎ।
৩। ভারত বাঙালি রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর কুর্সিতে কোনদিন বাঙালির স্থান হয়নি। টুইটে এখন ট্রেন্ডিং বাংলার মেয়ে। নেটিজেনদের মধ্যে বার্তা বাংলার মেয়েকেই ভারত চায়। তবে কি ম্লান হয়ে পড়ছে নরেন্দ্র মোদীর আকাশছোঁয়া পপুলারিটি?
৪। আজ ইয়াস পরবর্তী সুন্দরবনের বিধ্বস্ত অবস্থা পরিদর্শন করতে যাচ্ছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দুর্গত ব্লকগুলি ঘুরে দেখবেন তিনি। তাঁর সফরসঙ্গী হবেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
৫। অবশেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণার তারিখ ঠিক হল। জানা গিয়েছে, আজ দুপুর ২টো নাগাদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হবে। ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
৬। অর্থনীতির কঙ্কালসার চেহারা দেখে মোদী সরকারকে তোপ দাগলেন চিদম্বরম। ২০২০-২১ অর্থবর্ষে দেশে জিডিপির সংকোচন ৭.৩ শতাংশ হবার তথ্য প্রকাশ্যে আসতে মোদী ক্যাবিনেটকে তুলোধোনা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। অকপটে জানিয়ে দিলেন, দেশের অর্থনীতির অন্ধকারতম বছর হল এটিই।
৭। অসহায় মানুষদের পাশে দাঁড়াল অরুণাচল প্রশাসন। রাজধানী ইটানগর থেকে চালু হল ২২টি গাড়ি করে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেবার কাজ। উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বামাং ফেলিক্স, পরিবেশ এবং বনমন্ত্রী মামা নাতুং সহ ইটানগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র তামে ফাসাং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। এই রেশন বিলি করা হবে শ্রমিক এবং করোনায় আক্রান্ত অসহায় মানুষদের মধ্যে।
৮। আনলক পর্ব শুরু হতেই শ্রীনগর ফিরল নিজের খেয়ালে। আবারও শুরু হল স্ট্রবেরি চাষ। যা ক্রমশই পৌঁছে যাবে দেশের সর্বত্র। এই সময়েই স্ট্রবেরি চাষ সবচেয়ে ভালো হয়ে থাকে। যদিও অতিমারির ধাক্কা লাগায় লাভের অঙ্ক কম হয়ে যাওয়ায় স্ট্রবেরি চাষিদের বিক্রি নেমে আসে তলানিতে। কিন্তু আবারও ছন্দে ফিরছে জনজীবন। তাই খুশি স্ট্রবেরি চাষিরা।
৯। অতিমারির থাবা এসে পড়েছে অনেকের জীবনেই। কিন্তু সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দিল্লির কুলিরা। ভাইরাস তাদের মুখ থেকে কেড়ে নিয়েছে গ্রাস। রোজগারের অঙ্ক নেমে এসেছে শূন্যে।
১০। বিশ্বের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখনও পর্যন্ত মানুষ সেভাবে পৌঁছতে না পারলেও বিশ্বের সর্বোচ্চ স্থান এভারেস্টের শিখর ছুঁয়েছেন অনেকেই। কিন্তু তাই বলে মাত্র ২৫.৫০ ঘণ্টায়! কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি করে দেখালেন হংকং-য়ের পর্বতারোহী সাং ইন হুং। এর আগে এত অল্প সময়ে কেউ এভারেস্টের চূড়া স্পর্শ করতে পারেননি। সেইদিক থেকে দ্রুততম পর্বতারোহণের নজির গড়লেন সাং।