Daily
১। বড়সড় রদবদল হল তৃণমূলের অন্দরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর এই প্রথমবার সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূলের দায়িত্ব পেলেন অভিনেত্রী সায়নী ঘোষ।
২। এতদিন সামলেছেন চলচ্চিত্র উৎসবের দায়িত্ব। এবার সাংস্কৃতিক দফতরকেই তুলে দেওয়া হল পরিচালক রাজ চক্রবর্তীর হাতে। এখন থেকে দলের সাংস্কৃতিক সেল সামলাবেন এই জনপ্রিয় পরিচালক রাজনীতিবিদ।
৩। প্রোমোশন পেলেন কুণাল ঘোষ। আগে ছিলেন তৃণমূলের মুখপাত্র। এখন হলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। এছাড়াও শ্রমিক সংগঠনের সভাপতি হলেন বাম শিবিরের প্রাক্তন সৈনিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মহিলা তৃণমূলের সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার। ক্ষেত-মজুর সংগঠনের সভাপতি হলেন পূর্ণেন্দু বসু। বঙ্গ জননী সভাপতি হলেন মালা রায়। সর্বভারতীয় সভাপতি হলেন দোলা সেন। রাজ্য সম্পাদকের পদে সায়ন্তিকা ব্যানার্জী।
৪। দলের নেতা-মন্ত্রীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মন্ত্রী গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। নেত্রীর নির্দেশ হল দুর্নীতিতে নাম না জড়ানোর। কয়লা, বালি পাচার নিয়ে দলের সমস্ত নেতাকে সজাগ থাকতে বলেছেন। দুয়ারে ত্রাণ নিয়ে অভিযোগ উঠলে ব্যবস্থা নিতে হবে সরাসরি। স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে নজর রাখতে বলা হয়েছে।
৫। ফেসবুক লাইভ নিয়ে দলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ভর্ৎসনা করলেন মদন মিত্রকে। তিনি সরাসরি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে জানিয়ে দেন, নেটমাধ্যমে যখন তখন যা খুশি বলে যায় না। মদন মিত্র অবশ্য এই নিয়ে কিছু বলেন নি।
৬। চিপকোর ধাচে ম্যানগ্রোভ বাঁচাতে পরিবেশ দিবসেই আন্দোলনে নামলেন সুন্দরবনবাসী। তার সঙ্গে নদী বাঁধ রক্ষার জন্য এগিয়ে এলেন সকল স্তরের মানুষ। শিক্ষক, চিকিৎসক, পুলিশ থেকে বিমা কর্মী। কেউই বাদ রইলেন না। এমনকি গ্রামের মহিলারাও এই আন্দোলনে যোগ দিলেন। ম্যানগ্রোভ বাঁচানোর জন্য পাথরপ্রতিমার হেরম্বগোপালপুর থেকে শুরু হয় ম্যানগ্রোভ দলের পক্ষ থেকে এই আন্দোলন।
৭। জগদ্দল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পালঘাট রোডের পুরানি বাজার এলাকায় শুক্রবার রাতে যথেচ্ছা বোমা বাজির কারণে এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন যে, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতি হানা দেয় এলাকায়। তারপর মুন্না সাউয়ের বাড়িতে ব্যপক ভাঙচুর চালায়। হয় বোমাবাজিও। হিরন সাউয়ের টোটো ভাঙচুর করা হয়। এছাড়াও বাকরমহল্লা, ছাই মাঠ মুখে ২৫-৩০ জন দুষ্কৃতী হানা দিয়ে কমপক্ষে ১২-১৫ টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
৮। বিশ্ব পরিবেশ দিবসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্মার্ট সিটি পার্কে চারা রোপণ করলেন। তার সঙ্গে অন্যান্যদের পরামর্শ দিলেন বৃক্ষ রোপণের। গাছের ভূমিকা কতটা সেই বিষয়ে সচেতন করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ।
৯। এবার সরকারের সঙ্গে স্কিৎজোফ্রেনিয়ার তুলনা টানলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অতিমারি পরিস্থিতিকে আটকাতে সরকার যে ব্যর্থ হয়েছে, সে কথাও জানিয়ে দেন তিনি। শুক্রবার রাষ্ট্রীয় সেবা দলে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্রকে কটাক্ষ করলেন অমর্ত্য সেন।
১০। অতিমারি আবহে জিএসটি আদায় এবারেও কম হল। কিন্তু পণ্য এবং পরিষেবা কর থেকে রাজকোষে ঢুকল ১ লক্ষ কোটি টাকার বেশি। অতিমারি পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। কিন্তু তারপরেও গত বছরের মে মাসের তুলনায় এই বছরে জিএসটি আদায় বেড়েছে ৬৫%। জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ব্যুরো রিপোর্ট