Daily
১। তবে কি সুর বদলাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার অনুপস্থিত ছিলেন দলীয় বৈঠকে। বরং তাঁর ফেসবুক পোস্টে লেখায় ফুটে উঠল একেবারে অন্য সুর। তিনি লিখেছেন, “নির্বাচিত সরকারের বিরুদ্ধে ৩৫৬ ধারার জুজু না দেখিয়ে কোভিড ও ইয়াস মোকাবিলায় বাংলার মানুষের পাশে থাকা উচিৎ।” উল্লেখ্য, মঙ্গলবার যখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কলকাতায় বৈঠকে করছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন দিল্লিতে।
২। আর নয় দলবিরোধী পোস্ট। এবার সেদিকেই নজর রাখতে শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করার উদ্যোগ নিয়েছে বিজেপি। যে কমিটির কাজ হবে দলবিরোধী মন্তব্যের দিকে কড়া নজর রাখা। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির কাছেও যেতে পারেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।
৩। ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে দীঘা এসে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সড়কপথেই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা। কপ্টারে করে দীঘা নামে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিবের নেতৃত্বাধীন রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল। এরপর দীঘা জাহাজ বাড়িতে যায় প্রতিনিধি দল। কাঁথির মহকুমাশাসক অদিত্য বিক্রম মোহন ইরানি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা হাজির ছিলেন।
৪। আবারও আগুন জ্বলল কলকাতা শহরে। সোমবার দুপুরে আগুন লাগে পার্ক স্ট্রিটের এপিজে হাউসের ৬ তলায়। দমকলের ১২ টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু সহ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
৫। করোনায় আক্রান্ত রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে মানবিকতার নজির গড়লেন উত্তরবঙ্গের প্রথম মহিলা ই-রিকশা ড্রাইভার মুনমুন সরকার। এখন তাঁর এই রিকশাই হয়ে উঠেছে একটি অ্যাম্বুলেন্স। ২৪ ঘণ্টা, বিনামূল্যে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেবার জন্য দাঁড়িয়ে আছে মুনমুন সরকারের ই-রিকশা।
৬। সত্যিই এরা ফ্রন্টফুট যোদ্ধা। জম্মু, কাশ্মীরের প্রত্যন্ত গ্রামের মানুষদের ভ্যাকসিন দেবার জন্য খরস্রোতা নদী পেরোতে দেখা গেল মেডিকেল টিমের সদস্যদের। রাজৌরির কাণ্ডি নামের একটি গ্রামের মানুষদের ভ্যাকসিন দেওয়া হবে। হাতে ভ্যাকসিনের কোল্ড বক্স নিয়েই নদী পেরোতে দেখা গেল তাঁদের।
৭। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার সিঙ্গাপুর থেকে কেরালায় এসে পৌঁছল তিনটি অক্সিজেন ট্যাঙ্কার। একেকটি ট্যাঙ্কারে রয়েছে ২০ টন অক্সিজেন। কোচি বিমানবন্দরে এসে পৌঁছয় এই ট্যাঙ্কার।
৮। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে অরুণাচল প্রদেশ। করোনার কঠোর বিধিও ক্রমশ শিথিল করা হচ্ছে। দোকান খুলে রাখা হবে প্রতি একদিন অন্তর। যদিও ইটানগর ক্যাপিটাল কমপ্লেক্সের জেলা প্রশাসন জুন মাসের ২১ তারিখ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।
৯। লকডাউন শিথিল হতেই চেন্নাইয়ের রাস্তায় যানজট লক্ষ্য করা গেল। আংশিক লকডাউন জারি থাকলেও বেশ ভালো রকম গাড়ির ভিড় নজরে পড়ল। তামিলনাড়ু সরকার ১৪ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। যদিও নিয়ম বিধিতে একটু শিথিলতা আনা হয়েছে।
১০। আন্তর্জাতিক সমুদ্র দিবসে পুরি সৈকতে স্যান্ড আর্টের মাধ্যমে সমুদ্র বাঁচানোর কথা জানালেন বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক। পরিবেশ দূষণের কারণে ভয়ানক ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্র। যার প্রভাব পড়ছে সমুদ্রের বাস্তুতন্ত্রে। জুন মাসের ৮ তারিখ ছিল আন্তর্জাতিক সমুদ্র দিবস। আর এই দিনেই শিল্পীর মাধ্যমে উঠে এলো পরিবেশ বাঁচানোর বক্তব্য।
ব্যুরো রিপোর্ট