Daily
১। নারদ মামলার শুনানি হবে আজ দুপুর ২টোয়। আপাতত এখনও জেলবন্দি হয়ে রইলেন এই চার নেতা-মন্ত্রীরাই। মামলাটি অন্য রাজ্যে নিয়ে যাবারও আবেদন জানিয়েছি সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টে ফয়সালা না হলে সুপ্রিম কোর্টে যেতে পারেন অভিযুক্তদের আইনজীবিরা।
২। নারদ কাণ্ডে সিবিআইয়ের চোখ রয়েছে সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং কাকলি ঘোষ দস্তিদারের ওপর। এমনটাই মনে করছে শাসক শিবির। সেক্ষেত্রে সিবিআই কি এদেরকেও অভিযুক্ত করতে পারেন? সেক্ষেত্রে কি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য কোন রাস্তা বের করে রেখেছেন তাঁরা?
৩। করোনায় আক্রান্ত হলেও আপাতত স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধেদব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। স্বাভাবিক রয়েছে শরীরে অক্সিজেনের মাত্রা। ফুসফুসে নেই জটিল সংক্রমণ। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে বুধবার অক্সিজেনের মাত্রা ৯০ এর ওপর উঠেছে। কিন্তু শ্বাসকষ্টের অসুখে দীর্ঘদিন ভুগছেন তিনি। যদিও হাসপাতালে যেতে তিনি নারাজ।
৪। পাওয়া গেল অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি চক্রের হদিশ। উদ্ধার হল ৪৭টি জাম্বো সিলিন্ডার। মেমারি থানা এলাকায় গত ১৬মে এক ব্যক্তিকে অক্সিজেন মজুতের দায়ে ধরে। পরে সেই সুত্র ধরে একটি গোডাউন থেকে আরও ৪৭টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে পুলিশ।
৫। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখলেন আইনজীবি ঘনশ্যাম উপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যে বাংলার ১৬ জন বিজেপি কর্মী, সমর্থকের মৃত্যু হয়েছে। তারই প্রেক্ষিতে তিনি দেশের শীর্ষ আদালতকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতি শাসনের নির্দেশ দেওয়া হোক। বর্তমান রাজ্য সরকারের কাছে এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে দেবার মতই।
৬। আশার আলো মহারাষ্ট্রে। একদিনে মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৫২,০০০ জন। গত বুধবারের খবর অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮,৪৩৮ জন। সংক্রমণের সংখ্যা কম হওয়ায় একটু হলেও স্বস্তিতে রাজ্যবাসী।
৭। কোভিড ঝড়ে এগিয়ে এল সেনাবাহিনী। উরিতে তৈরি করল দুটো কোভিড কেয়ার সেন্টার। এছাড়াও সেনাবাহিনী প্রায় ৬০ ফুট উঁচু জাতীয় পতাকা পুঁতেছেন। এছাড়াও কাশ্মীরে লাইন অফ কনট্রোলের কাছে একটি ক্যাফেটেরিয়াও আবার নতুন করে সংরক্ষন করা হয়েছে। যা আবারও চালু হল প্রায় ৪ বছর পর।
৮। খুব শীঘ্রই কোভিড টেস্ট প্রতিদিনে বাড়িয়ে ২৫ লক্ষ করা হবে। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইতিমধ্যেই একদিনে ২০ লক্ষ টেস্ট করিয়ে বিশ্বে প্রথম স্থানে চলে এসেছে ভারত। এবার বাড়ানো হবে আরও ৫ লক্ষ। এমনই দাবি স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের।
৯। চাঁদের ছবি সবাই তোলে। কিন্তু স্পষ্ট ছবি আর পারে ক’জন? এবার সেই ছবি তুলেই নেট দুনিয়া মাতিয়ে রেখেছে ১৬ বছরের কিশোর প্রথমেশ জাজু। বলা হচ্ছে, পৃথিবী থেকে তোলা এটাই চাঁদের সবচেয়ে স্পষ্ট ছবি। এমনটাই জানিয়েছে ইন্টারনেট। আর ভাইরাল হতেও বেশিক্ষণ সময় লাগেনি। ১৬ বছর বয়সেই চাঁদের ছবি তুলে প্রথমেশ এখন ইন্টারনেট দুনিয়ার কেন্দ্রে। ছবিটি তোলা হয়েছে ৩’মে-র রাত ১টায়।
১০। সাইক্লোনে ক্ষতিগ্রস্ত গুজরাতকে পাখির চোখে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে তিনি গুজরাতের ক্ষতিগ্রস্থ অংশগুলো দেখেন। একইসঙ্গে দেখেন উনা, দিউ, জফরবাদ এবং মানুভা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
ব্যুরো রিপোর্ট