Daily
১। বাড়ল লকডাউনের মেয়াদ। বাড়িয়ে করা হল ১৫ জুন পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যে যে বিধি নিষেধ জারি ছিল, সেই সেই বিধি নিষেধ এবারেও জারি থাকবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে লক ডাউনের মেয়াদ বৃদ্ধির তারিখ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২। বড়সড় বদল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জুলাইয়ের শেষে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবং মধ্য অগাস্টে হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হবে ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টার। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবারে নিজের স্কুলেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩। ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলতে আজ পূর্ব মেদিনীপুরের কলাইকুণ্ডাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে পারেন তিনি।
৪। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জেলা। প্রচুর মানুষ ব্যপক আর্থিক ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছেন। এবার সেই সকল মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী চালু করলেন দুয়ারে ত্রাণ প্রকল্প। ক্ষতিগ্রস্থদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা।
৫। আবার টর্নেডো। ব্যান্ডেল, হালিশহরের পর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে। গতকাল সকাল ১০:১৫ নাগাদ অশোকনগর ও গুমার মধ্যবর্তী অঞ্চলে ঠিক লক্ষ্মী কলোনির আশেপাশেই আছড়ে পড়ল টর্নেডো। নিমেষে ক্ষতিগ্রস্ত হলো ২৫-৩০ টি বাড়ি। উড়ে গেল একের পর এক বাড়ির টিনের চাল।
৬। নষ্ট হচ্ছে টিকা। অভিযোগ উঠল ছত্তিশগঢ়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সেখানে জানানো হয়েছে প্রতি তিন ডোজে একটি টিকা নষ্ট হচ্ছে। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছত্তিশগঢ়ের স্বাস্থ্য মন্ত্রী ত্রিভুবনেশ্বর শরন সিং দেও। তিনি বলেছেন কেন্দ্র ডেটা নিচ্ছে ভ্যাক্সিনেশন সেন্টার থেকে। রাজ্যের থেকে নয়।
৭। ক্রমশ কমছে কোভিডের চোখ রাঙানি। তাই পরিযায়ী শ্রমিকেরা আবারও ফিরতে শুরু করেছেন দিল্লিতে। নিজের কাজের জায়গায় ফিরে এসে আবারও তাঁরা কর্মব্যস্ত জীবন ফিরে পেতে চাইছেন। দিল্লি সরকারও জানিয়ে দিয়েছে ১ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে আনলক পর্ব।
৮। আবারও বিতর্কের মুখে রামদেব। অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাঁকে গ্রেফতারের দাবি জানায় নেটিজেনদের অনেকেই। তারপরেই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা গেছে, ‘স্বামী রামদেবকে ওর বাবাও গ্রেফতার করতে পারবে না’। কেন্দ্রীয় সরকারকেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
৯। অসুস্থ অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার হঠাৎই তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য আনা হয় কলকাতায়। সেখানেই বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। অনুব্রতর শ্বাসকষ্টের সমস্যা বহু পুরনো।
১০। আপাতত কিছুটা হলেও কেটেছে দুর্যোগ। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর জ্ঞান রয়েছে। কথাও বলতে পারছেন। যদিও তাঁকে রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে।
ব্যুরো রিপোর্ট