Daily
১। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে বদলির নির্দেশে অবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও তিনি এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে কোন সংঘাতে গেলেন না। বরং প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বদলির চিঠি ফিরিয়ে নেওয়ার।
২। মুখ্যসচিবের বদল নিয়ে সরব হলেন বিরোধী নেতারা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে প্রতিহিংসার রাজনীতি বললেন অরুণাভ ঘোষ থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য। সময়োপযোগী সিদ্ধান্ত নয় বলেও তাঁরা জানান।
৩। বৈঠকে মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকার কারণে এবার খোঁচা দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। জানালেন, প্রধানমন্ত্রীর বৈঠক এড়াবার জন্যই মুখ্যমন্ত্রী দিঘার বৈঠকের কথা বলেছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনেকবার অপমান করেছেন বলেও তিনি জানিয়েছেন।
৪। সেজে ওঠা সৈকত শহর দিঘার ইয়াস পরবর্তী চেহারা দেখে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরভর পর্যটকদের পা পড়ে এখানে। তাই দ্রুত দিঘার ক্ষত সারিয়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী। আশ্বাসও দিয়েছেন তেমনই।
৫। আবারও কেরলে বাড়ল লক ডাউনের মেয়াদ। আগামী ৯ জুন পর্যন্ত সেখানে জারি থাকবে লক ডাউন। রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে বিধিনিষেধে অত কড়াকড়ি থাকবে না।
৬। আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কোভিড লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোর জন্য বাইডেন সরকারকে ধন্যবাদ জানান তিনি। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেই বৈঠক ছিল জয়শঙ্করের।
৭। দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। উপমুখ্যমন্ত্রী মণীষ শিশোডিয়া মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে যোগদান করেন। দিল্লিতে কড়া বাঁধন থাকার পর ক্রমশই কমে আসছে সংক্রমণ। যা একদিক থেকে দিল্লিবাসীর জন্য যথেষ্ট স্বস্তির।
৮। স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৯২%। স্যাচুরেশনের মাত্রা ঠিক রাখার জন্য মিনিটে ৩ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে।
৯। আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। শনিবার বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আর কোন আলোচনা হয়নি।
১০। সেঞ্চুরি হাঁকাল পেট্রোল। মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছে গেল ১০০ টাকায়। কলকাতাতেও পেট্রোলের দাম প্রায় ৯৪ টাকা। মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।