Daily
১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আগেই টিকা চেয়ে দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার সঙ্গে নতুন একটি প্রস্তাব আনলেন তিনি। বিদেশি সংস্থাগুলিকে দেশে টিকা উৎপাদন করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি জানিয়েছেন রাজ্য কারখানার জন্য জমি দিতে প্রস্তুত।
২। একদিকে যখন অক্সিজেনের সংকট প্রবল হয়ে উঠেছে তখন অন্যদিকে অক্সিজেনের প্রয়োজন মেটাতে অভিনব উদ্যোগ নিল চেতলা অগ্রণী ক্লাব। ক্লাবের উদ্যোগে ১২ মে ফিরহাদ হাকিম উদ্বোধন করলেন অক্সিজেন কনসেনট্রেটরের।
৩। আজ বিশ্ব নার্স দিবস। এই দিনে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল সহ একাধিক হাসপাতালে পৌঁছে নার্স, স্বাস্থ্য কর্মীদের সম্মান জানালো কোলাঘাট এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ তারা জেলা হাসপাতাল সহ বড়মা মাল্টি স্পেশালিটি কোভিড হাসপাতাল, চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে গিয়ে নার্সদের বরণ করে, স্মারক দিয়ে সম্মান জানায়।
৪। কুলিক পাখিরালয়ে, পর্যটকদের আনাগোনা বন্ধ করে দিল উত্তর দিনাজপুর বনদপ্তর। বর্তমান করোনা অতিমারির আবহে, সংক্রমণ তীব্র হওয়ায় এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বনদপ্তরের আধিকারিকেরা। মে মাসের ৩ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে কুলিক পাখিরালয়।
৫। এবার ভাইরাসের থাবা প্যাঙ্গোলিনের শরীরে। ময়ূরভঞ্জের বাংরিপোসি এলাকার এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় এই প্যাঙ্গোলিনটিকে। পরীক্ষা করে দেখা যায় প্যাঙ্গোলিনটি করোনায় আক্রান্ত। আপাতত প্যাঙ্গোলিনটিকে একেবারে আলাদা রাখা হয়েছে।
৬। মধ্যপ্রদেশের জবলপুরে এল অক্সিজেন এক্সপ্রেস। ৬২৬০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ট্রেনটি ১২ তারিখ এসে পৌঁছয় জবলপুরে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে গিয়েছে অক্সিজেনের সংকট মেটাতে।
৭। আবারও দুঃসময়ে ভারতের পাশে নেদারল্যান্ড এবং সুইজারল্যান্ড। চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধ নিয়ে ভারতের মাটি ছুঁল বিমান। গত ১২ তারিখ দিল্লি এয়ারপোর্টে এসে নামে বিমানটি। ওদিকে সুইজারল্যান্ড থেকেও একটি বিমান এসে পৌঁছয় ভারতে।
৮। রাজ্য বিদ্যুৎ দপ্তর এর দায়িত্বভার গ্রহণ করার পর ১২ তারিখ প্রথম নিজের দপ্তরে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারলেন তিনি। জানালেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঠিকঠাক কাজ করছেন কিনা জানার জন্য তিনিও সারপ্রাইজ ভিজিট দেবেন বিদ্যুতের বিভিন্ন দপ্তরে।
৯। আবাসন দপ্তরের দায়িত্ব নিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। একগুচ্ছ পরিকল্পনার কথাও জানালেন তিনি। আগামী দিনে জেলা বা অন্য রাজ্য থেকে এই রাজ্যে যে সব শ্রমিক কাজ করতে আসছেন তাদের জন্য নতুন আবাসন তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
১০। আজ রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদিও আর্দ্রতার কারণে মনে হবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।