Daily
১। ভাঙল ধৈর্যের বাঁধ। এবার সরাসরি রাজ্যপালের অপসারণ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে চিঠি দেবে বলেও জানালেন তিনি। বিধানসভাতেও রাজ্যপালের অপসারণ চেয়ে প্রস্তাব গ্রহণ করতে পারে শাসক দল।
২। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি মদন, শোভন, সুব্রত। তাঁদের প্রত্যেককেই রাখা হয়েছে পাশাপাশি ১০২, ১০৩ এবং ১০৪ নম্বর কেবিনে। তবে মঙ্গলবার রাতে প্রথমে শোভন এবং মদনকেই ভর্তি করান হয়েছিল। তিনজনেরই করোনা পরীক্ষা করা হয়েছে।
৩। স্কুলকে সেফ হোম করার পরিকল্পনা নিল রাজ্য শিক্ষা দফতর। বর্তমানে রাজ্যের সমস্ত স্কুল, কলেজগুলি বন্ধ আছে। রাজ্য সরকার সেই স্কুলগুলিকেই সেফ হোমে পরিবর্তিত করতে চায়। অতি দ্রুত স্কুলগুলিকে স্যানিটাইজ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
৪। প্রতিদিনই দেশে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন মিউকোরমাইকোসিসে। পাল্লা দিয়ে বাড়ছে রোগের ইঞ্জেকশনের চাহিদা। কিন্তু ওষুধের জোগান তেমন না থাকায় রাজ্যগুলি তাকিয়ে রয়েছে কেন্দ্রের দিকে।
৫। আজ রাজ্যে আসতে চলেছে কোভিশিল্ড টিকা। এই নিয়ে দ্বিতীয়বার। আজ সকাল ৮:৫০ নাগাদ পুনে থেকে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছবে টিকা। দ্বিতীয় দফায় টিকার সংখ্যা ২ লক্ষ ১২ হাজার ৪৬০।
৬। কর্ণাটকে নতুন করে ধরা পড়ল ৩৮,০০০ কোভিড কেস। রাস্তাঘাট একেবারে শুনশান। স্বাস্থ্যকেন্দ্রে নজর পড়ল ভিড়। পথচলতি মানুষদের তাপমাত্রা টেস্ট সহ প্রশ্নও করছে কর্ণাটক পুলিশ।
৭। শ্রীনগরে ভরা লকডাউন। দোকানপাট একেবারে বন্ধ । রাস্তায় লোক চলাচল শূন্য। বন্ধ সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান। রয়েছে কড়া পুলিশি নজর। শ্রীনগরে লকডাউন জারি রাখা হয়েছে ২৪ মে পর্যন্ত।
৮। অরুণাচল প্রদেশে চালু হল ভ্যাকসিনেশন ড্রাইভ। দেওয়া হচ্ছে ১৮-৪৪ বছরের মধ্যে। রাজধানী ইটানগরের ভ্যাকসিনেশন সেন্টারে টিকা নেবার লাইন দেখা গেল। ১৭ মে থেকে চালু হওয়া এটি হচ্ছে তৃতীয় পর্যায়ের ভ্যাক্সিনেশন ড্রাইভ।
৯। আগামি ২০ তারিখ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পিনারাই বিজয়ন। রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সামনেই শপথ নেবেন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের এই বর্ষীয়ান ক্যাপ্টেন। এবারের ক্যাবিনেটে দেখা যাবে প্রবীণ, নবীন দুই বয়সেই মুখই।
১০। গুজরাতে তাণ্ডবলীলা দেখাল সাইক্লোন তাওকতে। গোটা রাজ্য ভিজল প্রবল বর্ষণে। বাড়ি থেকে গাছ- ক্ষতির চিহ্ন ছড়িয়ে রয়েছে সর্বত্র। উড়েছে বহু বাড়ির ছাদ। গাছ পড়ে আটকে গেছে রাস্তা। বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে অনেক জায়গায়।