Daily
১। ক্ষতির অঙ্ক বিচার করে তবেই দেওয়া হবে ত্রাণের টাকা। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে শুক্রবার দিঘায় প্রশাসনিক বৈঠক করতে গিয়ে এই কথাই তিনি জানালেন। ত্রাণের টাকা যাতে অপব্যয় না করা হয় সেইমত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে আবেদন করা যাবে আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত।
২। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতির হিসেব তুলে দিয়ে এসেছেন। দিঘায় প্রশাসনিক বৈঠকে জানালেন ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, সেচ দপ্তরের কাজ ভালোভাবে হয়নি।
৩। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে স্বীকৃতি দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইয়াস পরবর্তী পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে শুভেন্দুর উপস্থিতি শুনে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, শুভেন্দু থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন না। আর হলও তাই। কলাইকুণ্ডা বিমানবন্দরে প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪। একদিকে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ঠিক তখনই কেন্দ্রের সাহায্যকে দূরে সরিয়ে রাখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চান না তিনি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। ইয়াসের কারণে ক্ষয়ক্ষতির মোকাবিলা ওড়িশা সরকার নিজেই করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
৫। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তৃণমূলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জামিন দিল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে নারদ মামলা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোন কথা বলতে পারবেন না তাঁরা।
৬। বিধানসভায় শপথ নিলেন মন্ত্রী ব্রাত্য বসু, রথীন ঘোষ সহ ১১ বিধায়ক। শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
৭। এই বছর ডিসেম্বরের মধ্যেই দেশের সকলেই করোনার টিকা পাবেন। জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সম্প্রতি কংগ্রেসের যুবরাজ এবং সাংসদ রাহুল গান্ধী টিকাকরন নিয়ে কেন্দ্রকে খোঁচা দেন। তারই উত্তর দিল কেন্দ্র। জানানো হয়েছে কিভাবে এই টিকা দেওয়া হবে তারও একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
৮। ৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। আগে এই নির্দেশ বহাল ছিল ৩১ মে পর্যন্ত। কিন্তু দেশে করোনার সাম্প্রতিক ছবি দেখে কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। যদিও আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
৯। অত্যধিক বৃষ্টির জেরে একটা গোটা ব্রিজ ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। তমর এলাকায় কাঞ্চি নদীর ওপর এই ব্রিজটি হঠাৎই ভেঙে যায়। জানা গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভয়ানক বৃষ্টিপাত হয় এলাকায়। যদিও কোন হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
১০। আরও বিপাকে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, কিভাবে সাগর রানাকে লাঠি দিয়ে মারছেন সুশীল এবং কয়েকজন। এদিকে দিল্লি পুলিশের কাছে বয়ান দেবার সময় সুশীল কুমার বারবার হরিয়ানা এবং চণ্ডীগড়ের নাম উল্লেখ করেছিল। সেইমত শুক্রবার কড়া নিরাপত্তায় সুশীলকে আনা হল চণ্ডীগড়ে।