Daily
১। ভারতীয় স্ট্রেন মারাত্মক। আতঙ্কে সিলমোহর দিয়ে স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এমনকি গোটা বিশ্বের জন্য এই স্ট্রেন যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। তাঁরা সন্দিহান ভ্যাকসিন কতটা এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী হবে।
২। আগামী একমাসের জন্য ভারতের সমস্ত ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করল কানাডা। একইভাবে পাকিস্তানের ফ্লাইটেও বহাল রইল এই নির্দেশ। আগামী ৩০ দিনের জন্য বন্ধ থাকছে সব ধরণের বাণিজ্যিক এবং যাত্রীবাহী ফ্লাইট।
৩। একদিকে দেশে যখন অক্সিজেনের আকাল তখন অন্যদিকে আবারও ট্যাঙ্ক লিকের মত ঘটনা। ঘটনাটি ঘটেছে সাউথ গোয়া হাসপাতালে। ট্যাঙ্ক লিক হয়ে যাওয়ায় গোটা চত্বরে ছড়িয়ে পড়ল অক্সিজেন।
৪। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনৌতে এসে ঘুরে দেখলেন হজ হাউস যা বর্তমানে কোভিড হাসপাতালে পরিবর্তিত হয়েছে। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নতুন সেন্টারে রয়েছে ২৫৫টি হাসপাতালের শয্যা। সঙ্গে রয়েছে উন্নতমানের ট্রিটমেন্ট সেন্টার।
৫। মুম্বইতে অক্সিজেন ব্যাঙ্ক সহ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করলেন বিখ্যাত গায়ক সোনু নিগম। এই সেন্টারটি ওপেন করা হয়েছে মালান্ডের ফ্রেন্ডস স্কুল একাডেমিতে। এবং এই সম্পূর্ণ দায়িত্বটি নিয়েছেন বিধায়ক মনোজ কোটাক। রাজ্যে যখন একদিকে অক্সিজেনের সংকট তখন অন্যদিকে এই সেন্টার নিঃসন্দেহে বয়ে আনবে স্বস্তির বার্তা।
৬। দুঃসময়ে আসরে নামল অনুপম খের। ‘প্রোজেক্ট হিল ইন্ডিয়া’ নামে অনুপম খের চালু করলেন এই সংস্থা যা পৌঁছে দেবে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম। তার জন্য অনুপম খের হাত মিলিয়েছেন আমেরিকার গ্লোবাল ক্যানসার ফাউন্ডেশন সহ দেশের ভারত ফোর্জের সঙ্গে।
৭। পরিবহন দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দায়িত্বভার গ্রহণ করার পরেই ৩টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন মন্ত্রী। শহর এবং শহরতলিতে নতুন অটো রুট চালু করা হবে, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানো হবে এবং মালবাহী গাড়িতে ওভার লোডিং বন্ধ করা হবে।
৮। আবার দমকল বিভাগের দায়িত্ব দেওয়া হল মন্ত্রী সুজিত বোসকে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় দমকল বিভাগ সামলানোর দায়িত্ব দেন তাঁর বিশ্বস্ত সৈনিক সুজিত বোসকেই। আজ সল্টলেক বিকাশ ভবনে দমকল দফতরের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
৯। করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষা কোনভাবেই সম্ভব নয়। তবে এই পরীক্ষা স্থগিত রাখা হল নাকি বাতিল করা হল সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। মধ্যশিক্ষা পর্ষদই এই সিদ্ধান্ত নেবে।
১০। অবশেষে খানিক রেহাই। কলকাতা সহ একাধিক জেলায় হল তুমুল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব এবং পশ্চিমবর্ধমানে ব্যপক ঝড়বৃষ্টি হয়। এদিকে সামসেরগঞ্জের পুঠিমারি গ্রামে বাজ পড়ে মারা গিয়েছেন নাজির হোসেন নামের এক ব্যক্তি। আগামী ১২ থেকে ১৪ মে আকাশ মূলত মেঘলা, এবং ১৫ ও ১৬ মে মূলত পরিস্কার থাকার সম্ভাবনা আছে।
ব্যুরো রিপোর্ট