Daily
১। তৃণমূলের শেষ কথা তিনিই। তাই কে কোন দায়িত্বে থাকবেন সেটাও ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো নিজেই। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেও নিজের হাতে রেখে দিলেন বেশ কয়েকটি দফতর। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন, কর্মীবর্গ ও প্রশাসনের মত দফতর নিজের হাতেই সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২। বিরোধী দলনেতা হিসেবে গেরুয়া শিবির বেছে নিল নন্দিগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারিকেই। সোমবার পরিষদীয় দলের বৈঠক ডাকে বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা কে হবেন তা বাছাই করার জন্য দায়িত্ব পড়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের ওপর। শুভেন্দু অধিকারিরর নাম প্রস্তাব করেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সহ ২২ জন বিধায়ক।
৩। ভোট পরবর্তী হিংসাকে সামাল দেবার জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করল হাইকোর্ট। নির্বাচন মেটার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল বিরোধী শিবির। আদালতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল সোমবার। সেখানেই হাইকোর্ট রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে।
৪। এবার করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের পাশে দুবাই। দেশের ৯টি শহরে পাঠানো হবে চিকিৎসার সরঞ্জাম। যার মধ্যে রয়েছে কলকাতাও। কলকাতা ছাড়া দুবাই পাঠাবে দিল্লি, মুম্বই, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি এবং তিরুবনন্তপুরমে। দুবাই থেকে সরাসরি আসবে এই ত্রাণ।
৫। ইজরায়েল থেকে দ্বিতীয় কিস্তিতে ভারতে এসে পৌঁছল চিকিৎসার সরঞ্জাম। সরঞ্জাম নিয়ে বিমান এসে নামল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। চিকিৎসার সরঞ্জামের মধ্যে রয়েছে ১৩০০ অক্সিজেন কনসেনট্রেটর, ৪০০ ভেন্টিলেটর, এবং অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম। ইজরায়েল প্রথম কিস্তিতে ভারতে পাঠিয়েছিল ৪ মে তারিখে।
৬। যোগীরাজ্যে আরও যোগ করা হল লকডাউনের দিন। বাড়ানো হল ১৭মে পর্যন্ত। লকডাউন সত্ত্বেও বাগে আনা যাচ্ছে না সংক্রমণকে। প্রতিদিনই বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তাই দীর্ঘ করা হল লকডাউনের সময়সীমা। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সবই বন্ধ রাখা হয়েছে এই সময়।
৭। উত্তরপ্রদেশের পথেই জম্মু কাশ্মীর। করোনা কার্ফুতেও বাড়ল দিন। সেখানেও বাড়িয়ে করা হয়েছে ১৭মে পর্যন্ত। কার্ফু জারি থাকবে ১৭ মে সকাল ৭টা পর্যন্ত। জম্মু কাশ্মীরের ২০টি জেলায় এখন চলছে করোনা কার্ফু। যদিও ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যে।
৮। কাতার থেকে চিকিৎসার সরঞ্জাম নিয়ে ম্যাঙ্গালুরু পৌঁছল আইএনএস কলকাতা। কাতারের দোসর হিসেবে উঠে এসেছে কুয়েতের নামও। ৪০০ অক্সিজেন এবং ৪৭টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে কাতার এবং কুয়েত থেকে ভারতে এলো আইএনএস কলকাতা।
৯। শিউরে ওঠার মত দৃশ্য দেখল ভারত। উত্তরপ্রদেশের যমুনা নদীতে ভেসে থাকতে দেখা গেল একের পর এক মৃতদেহ। প্রায় বারোটি মৃতদেহকে একইদিনে ভেসে থাকার ছবি প্রকাশ পাওয়ায় অস্বস্তিতে যোগী প্রশাসন। জানা গিয়েছে যমুনার আশেপাশের কয়েকটি গ্রামে মৃত্যু হচ্ছে অনেকের। যাদের সৎকার করানোর মত অর্থ নেই। ফলে ভাসিয়ে দেওয়া হচ্ছে এই লাশগুলো।
১০। আজ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।